For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভে পর এবার ব্র্যাডম্যান-পন্টিংকে টপকালেন বিরাট

এই সফরেই টেস্ট জয়ের নিরিখে টপকে গিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এই বার টপকে গেলেন ক্রিকেটের ‘ভগবান’ ডন ব্র্যাডম্যান এবং বিশ্বকাপ জয়ী অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে।

Google Oneindia Bengali News

ট্রেন্ট ব্রিজে তৃতীয় টেস্ট জিতে টেস্ট সিরিজে লড়াইয়ে ফেরার আভাস দিলেও খুব একটা ভাল নয় টিম
ইন্ডিয়ার পরিস্থিতি।

সৌরভে পর এবার ব্র্যাডম্যান-পন্টিংকে টপকালেন বিরাট

টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে বিরাটের ভারত। তবে, দলের অবস্থা খুব একটা ভাল না হলেও ইংল্যান্ড সফরে এখের পর এক নজির গড়ে চলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

এই সফরেই টেস্ট জয়ের নিরিখে টপকে গিয়েছেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

এই বার টপকে গেলেন ক্রিকেটের 'ভগবান' ডন ব্র্যাডম্যান এবং বিশ্বকাপ জয়ী অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে।

ট্রেন্ট ব্রিজ টেস্টে বিরাটের দুই ইনিংস মিলিয়ে সংগ্রহ মোট ২০০ রান। যার মধ্যে ৯৭ রান আসে প্রথম ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে করেন ১০৩ রান।

এই একই রকম ব্যটিং করে সম সংখ্যাক রান ২০০ করেছিলেন সিরিজের প্রথম টেস্টে। যা ছিল ইংল্যান্ডের ক্রিকেটের ইতিহাসে ১০০০তম টেস্ট। ঐতিহাসিক ওই টেস্টে প্রথম ইনিংসে বিরাট করেন ১৪৯ এবং পরের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ৫১ রানের ইনিংস।

প্রথম টেস্টের মারকাটারি ব্যাটিংয়ের পরও হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। যদিও তৃতীয় টেস্টে বিরাটের চওড়া ব্যাট জয় নিশ্চিত করে টিম ইন্ডিয়ার।

পরিসংখ্যানবিদরা, পুরনো নানান রেকর্ড ঘেটে বলছেন তৃতীয় টেস্টে দলকে জেতানোর পাশাপাশি নয়া রেকর্ড গড়ে ফেলেছেন বিরাট কোহলি। কোহলি দু'শো বা তার বেশি রান করলে মোট সাত বার তাঁর দল জয় পেয়েছে।

স্যার ডন ব্র্যাডম্যান ২০০ বা তার বেশি রান করার ফলে অস্ট্রেলিয়া জিতেছে, এমন ঘটনা ঘটেছে ছয় বার। রিকি পন্টিংয়ের ক্ষেত্রে এই সংখ্যাটা দুই। আর এই দিক দিয়েই পন্টিং এবং ব্র্যাডম্যান উভয়কেই টপকে গেলেন বিরাট।

English summary
Virat Kohli past Don Bradman and Ricky Ponting.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X