For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে ছবি এঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম ইন্ডিয়ার স্পিনার

লকডাউনে ছবি এঁকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম ইন্ডিয়ার স্পিনার

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলা আতঙ্কের মধ্যেই কেন্দ্র আরোপিত লকডাউনে ছবি এঁকে রীতিমতো তাক লাগালেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি স্পিনার কুলদীপ যাদব। সতীর্থ যুজবেন্দ্র চাহলের সঙ্গে কথোপকথনের সময় সেই ছবি দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হলেন চায়নাম্যান।

করোনায় ক্ষতি

করোনায় ক্ষতি

বিশ্বে নোবেল করোনা ভাইরাসের বলি হয়েছেন ৪২ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে আট লক্ষ ছাড়িয়েছে। ভারতে ৫৪ জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা প্রায় ষোলোশো। পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় দেশব্যাপী লকডাউন জারি করেছে কেন্দ্রীয় সরকার। ফলে ঘরবন্দিই রয়েছেন মানুষ। ১৪ এপ্রিল পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

স্থগিত আইপিএল

স্থগিত আইপিএল

২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল আইপিএল। করোনার জন্য টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল টুর্নামেন্ট শুরুর নির্ধারিত দিন ধার্য হয়েছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ওই সময়ের মধ্যেও আইপিএল শুরু করা যাবে বলে মনে হয় না।

ঘরবন্দি ক্রিকেট মহল

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জারি করা লকডাউনে সাড়া দিয়েছে দেশের ক্রিকেট মহল। এই সময়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঘরে শরীরচর্চাও করে চলেছেন ক্রিকেটাররা। কেউ আবার সহ ক্রিকেটারের সঙ্গে গল্পে মশগুল হয়েছেন। তাঁদেরই দলে রয়েছেন টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদব। তাঁদের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

কুলদীপের ছবি

কুলদীপের ছবি

টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও বাঁ-হাতি চায়নাম্যান কুলদীপ যাদবের কথোপকথনের ভিডিও নিজেদের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। সেই ভিডিওতেই কুলদীপ নিজের হাতে আঁকা সুন্দর একটি ছবি চাহলকে দেখিয়েছেন। তা মুহূর্তে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

English summary
Indian spinner Kuldeep Yadav busy himself by painting in lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X