For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শ্রীলঙ্কায় নেই সোশ্যাল মিডিয়া, ক্ষুব্ধ ভারতীয় দলের ক্রিকেটাররা

ভারতীয় দল শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে খুশি নয়। তারা সোশ্যাল মিডিয়াও সংযোগ করতে পারছে না। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বাইশ গজে জমে উঠেছে ত্রিদেশীয় সিরিজের খেলা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও দ্বিতীয় ম্যাচে জয়ের রাস্তায় ফিরেছে ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা।

শ্রীলঙ্কায় নেই সোশ্যাল মিডিয়া, ক্ষুব্ধ ভারতীয় দলের ক্রিকেটাররা

এদিকে ক্রিকেটের উত্তেজনাকে ছাড়িয়ে যাচ্ছে শ্রীলঙ্কার উত্তেজনার পরিমাণ। গোষ্ঠী সংঘর্ষের পরিমাণ এখনও কমেনি। এই মুহূর্তে শান্তি-সুরক্ষা নিয়ন্ত্রিত রাখতে সমস্ত রকমের সোশ্যাল মিডিয়ায় না করে দিয়েছে শ্রীলঙ্কা সরকার।

৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি হয়েছে। প্রথম ম্যাচে ভারতকে শ্রীলঙ্কা হারালেও সোশ্যাল মিডিয়ায় তারা কোনও উচ্ছ্বাস প্রকাশ করতে পারেননি। জরুরি অবস্থার জেরে শ্রীলঙ্কা জুড়ে ফেসবুক -হোয়াটসঅ্যাপ ব্লক করে দেওয়া হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, শ্রীলঙ্কার ক্যাবিনেট মুখপাত্র রাজিথা সেনারত্নের নির্দেশে সব বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতীয় দলের সঙ্গে সফররত ম্যানেজার জানিয়েছেন,'হোয়টসঅ্যাপ মেসেজ দেখতে পাচ্ছি কিন্তু পড়তে পারছি না। ফোনও করা যাচ্ছে না। খুবই অস্বস্তিকর পরিস্থিতি। সন্ধ্যার দিকে নেটওয়ার্ক কখনো যাচ্ছে কখনো আসছে। '

শ্রীলঙ্কায় নেই সোশ্যাল মিডিয়া, ক্ষুব্ধ ভারতীয় দলের ক্রিকেটাররা

সকলেই পরিস্থিতি নিয়ে বিরক্ত। ভারতীয় দল অবশ্য নিজেদের মাঠের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছে পরিবর্ত পরিস্থিতিতে।

শ্রীলঙ্কার এই পরিস্থিতির জেরে দেশের বৃহত্তম টেলি কোম্পানিও সমস্ত পরিষেবা দেওয়া থেকে বিরত থাকছে। তবে ভারতীয় দল প্রকাশ্যে না জানালেও নিজেদের কাছের মহলে উষ্মা প্রকাশ করেছেন। এখনকার দিনে সারাদিন হোটেলে বন্দী থাকা তার ওপর সোশ্যাল মিডিয়াও নেই একেবারেই ভালো লাগছে না তাদের।

এদিকে শ্রীলঙ্কার বক্তব্য বৃহত্তর স্বার্থের জন্য অল্প কিছুদিনের কষ্ট সহ্য করে নেওয়া যেতেই পারে। ১০ মার্চ ত্রিদেশীয় সিরিজে পরের ম্যাচ বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে।

English summary
Indian team is not happy with Sri Lanka's situation. Players are not been able to access social media.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X