For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনূর্ধ্ব ১৯-র বদলা! টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারালেন ভারতীয় মহিলারা

অনূর্ধ্ব ১৯-র বদলা! টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারাল ভারতীয় মহিলারা

  • |
Google Oneindia Bengali News

এক মাস আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হারতে হয়েছিল ভারতকে। ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে কটূক্তি করেছিলেন বাংলাদেশী ক্রিকেটাররা। তা নিয়ে মাঠেই ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েছিল দুই শিবির। কার্যত ভাইদের সেই অপমানের বদলা নিলেন দিদিরা। মহিলাদের টি-টোয়ন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচে বাংলাদেশকে ১৮ রানে হারাল ভারত।

টসে হার

টসে হার

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা ভারতের মহিলা দলকে টসে জিতে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ওপেনার তানিয়া ভাটিয়া (২) দ্রুত ফিরে গেলেও ১৭ বলে ঝড়ো ৩৯ রানের ইনিংস খেলেন শাফালি বর্মা। চারটি লম্বা ছক্কা হাঁকান তিনি। তাঁকে যোগ্য সঙ্গত দেন জেমেইমা রডরিগেজ (৩৪)।

মিডিল অর্ডার ব্যর্থ

মিডিল অর্ডার ব্যর্থ

যদিও এদিন পুরোপুরি ব্যর্থ হয় ভারতীয় মহিলা দলের মিডিল অর্ডার। অধিনায়ক হরমনপ্রীত কৌর ৮ রানে ফিরে যান। গত ম্যাচে অর্ধশতরান করা দীপ্তি শর্মা বাংলাদেশের বিরুদ্ধে ১১ রান করে আউট হন। বাংলার মেয়ে রিচা ঘোষ জীবনের প্রথম বিশ্বকাপ ম্যাচে ১৪ রানের বেশি করতে পারেননি। ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান তোলেন ভারতীয় মহিলারা।

বাংলাদেশের জবাব

বাংলাদেশের জবাব

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শামিমা সুলতানাকে (৩) শুরুতেই হারায় বাংলাদেশ। দলের অন্য ওপেনার মুর্শিদা খাতুন (৩০), নিগার সুলতানা (৩৫) কিছুটা লড়লেও বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ২০ ওভারে ১২৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।

ভারতের বোলিং

ভারতের বোলিং

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করা লেগ স্পিনার পুনম যাদব এই ম্যাচেও ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন শিখা পান্ডে ও অরুন্ধতী রেড্ডি। ১ উইকেট নেন রাজেশ্বরী গায়েকোয়াড়।

পরবর্তী ম্যাচ

পরবর্তী ম্যাচ

আগামী ২৭ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের এ গ্রুপের পরের ম্যাচ খেলবেন হরমনপ্রীত কৌররা। মেলবোর্নের জংশন ওভালে হবে ম্যাচ।

English summary
Indian women beat Bangladesh in T20 World Cup
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X