For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উনি ক্রিকেটের ভাল চান না! নাম না করেই সমালোচনা, ক্ষুব্ধ কপিল পাজি

ভারতীয় মহিলা দলের প্রধান কোচ হিসেবে ডাব্লুভি রামনের নিয়োগ স্থগিত করার চেষ্টা করেছিলেন সিওএ সদস্য ডায়ানা এডুলজি। কপিল দেব তাঁর এই প্রচেষ্টা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

  • |
Google Oneindia Bengali News

বরাবরই তাঁর আবেগটা একটু বেশি। তবে সাধারণত তাঁকে রাগতে দেখা যায় না। কিন্তু ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতে কেউ পথের কাঁটা হয়ে উঠতে চাইলে তিনি তো রেগে যাবেনই। ভারতের প্রথম বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব নিখাঞ্জকে তাই পাওয়া গেল একটু ব্যতিক্রমী মেজাজে। নাম না করেই তিনি নিশানা করলেন বিসিসিআই-এর প্রশাসনিক কমিটির সদস্য ডায়না এডুলজিকে।

ভারতীয় মহিলা দলের কোচ বাছাই নিয়ে বিস্তর নাটক হয়েছে। আগে থেকেই, এই প্রক্রিয়াটি নিয়ে ডায়নার সঙ্গে বিবাদ বেঁধেছিল কমিটির প্রধান বিনোদ রাইয়ের। বাছাইয়ের আগে তো বটেই, এমনকী ডব্লুভি রামনকে পরবর্তী কোচ হিসেবে বেছে নেওয়ার পরও, তিনি প্রক্রিয়াটি ভেস্তে দেওয়ার চেষ্টা করেছিলেন। এমনকী এই প্রক্রিয়ায় তাঁর অনুমোদন নেই বলে রামনের নিয়োগ-ও পিছিয়ে দেওয়ার চেষ্টা করেন।

কপিলের অসন্তোষ

কপিলের অসন্তোষ

তিনি জানিয়েছেন, এই নিয়ে যা চলছে তাতে তিনি অত্যন্ত বিচলিত। ডায়নার নাম না করলেও বিষয়টি নিয়ে তাঁর 'ইগো'-র সমস্য়া রয়েছে বলে মন্তব্য করেন ১৯৮৩-র বিশ্বজয়ী অধিনায়ক। তিনি জানান, তাঁর সেই ইগো, দেশে মহিলা ক্রিকেটের প্রসারের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

ভাল চান না

ভাল চান না

ভারতীয় মহিলা দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন গ্যারি কার্স্টেন, বেঙ্কটেশ প্রসাদের মতো বড় কোচেরা। তাই নিয়ে খুবই প্রসন্ন কপিল পাজি। এটা ভারতীয় মহিলা ক্রিকেটের পক্ষে খুবই ইতিবাচক দিক বলে তাঁর মত। তিনি জানান, ভারতকে বিশ্বকাপ জেতানো গ্যারি কার্স্টেন, ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ বেঙ্কটেশ প্রসাদ বা টেকনিকাল জ্ঞানে সম্বৃদ্ধ রামনকে কোচ করা নিয়ে যদি কারোর সমস্যা থাকে, তাহলে বুঝতে হবে তিনি ভারতীয় মহিলা ক্রিকেটের ভাল চান না।

মিতালী, হরমনপ্রিতদের জন্য়ই

মিতালী, হরমনপ্রিতদের জন্য়ই

কপিল জানিয়েছেন মিতালী রাজ বা হরমনপ্রিত কৌরদের মতো বর্তমান ভারতীয় দলের ক্রিকেচটারদের জন্যই ভারতে মহিলা ক্রিকে প্রতচার পাচ্ছে। ১০ বছর আগেও অবস্থাটা এমন ছিল না। কিন্তু এই ক্রিকেট তারকারা মহিলা ক্রিকেটের মানকে এমন জায়গায় নিয়ে গিয়েছেন, যে সকলেই এখন মহিলা ক্রিকেট নিয়ে খবরাখবর রাখছেন। স্বীকার করে নিয়েছএন, তিনিও আগে মহিলা ক্রিকেট নিয়ে কোনও খবরাখবর রাখতেন না। কিন্তু এখন অবদান রাখতে আগ্রহী।

কেন বাছাই প্যানেলে?

কেন বাছাই প্যানেলে?

ডায়না জানিয়েছিলেন কপিল, গায়কোয়াড় ও শান্তা ব়ঙ্গস্বামীর ইন্টারভিউ প্যানেলকে তিনি সমর্থন করেন না। কপিল জানিয়েছেন তাঁণদের তিনজনেরই আরও কাজ আছে। তাঁরা সেসব ছেড়ে এই প্য়ানেলে থাকতে সম্মত হয়েছিলেন। তাঁরা চেয়েছিলেন, ভারতীয় মহিলা দল নিয়ে যে বিতর্কের অধ্যায় চলছে, তার অবসান ঘটিয়ে সবকিছু নতুন করে শুরু করতে।

English summary
COA member Diana Edulji, tried to stall WV Raman's appointment as the head coach of India women's team. Kapil Dev expressed his displeasure at her efforts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X