For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্য়াটিং ব্য়র্থতার পর স্পিনের কড়া দাওয়াই! তাতেই কাবু ইংরেজ মহিলারা, একতা নিলেন ৪ উইকেট

শুক্রবার মুম্বইয়ে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের প্রথম ওডিআইতে ইংল্যান্ড মহিলা দলকে ৬৬ রানে পরাজিত করল ভারত মহিলা দল।

Google Oneindia Bengali News

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) মুম্বইয়ের ওয়াঙ্খেরে স্টেডিয়ামে ফের একবার ব্যর্থ হলেন ভারতীয় মহিলা দলের ব্যাটসওম্যানরা। ফলে আগে ব্য়াট করে মাত্র ২০২ রানেই অলআউট হয়ে গিয়েছিল ভারত। কিন্তু, দ্বিতীয় ইনিংসে ঘরের স্পিন সহায়ক উইকেটে ইংরেজ মহিলাদের কাবু করলেন ভারতীয় স্পিনাররা। আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ইংল্য়ান্ড পরাজিত হল ৬৬ রানে। ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন বাঁহাতি স্পিনার একতা বিস্ত। এই জয়ের ফলে ভারত সিরিজে ১-০ ফলে এগিয়ে গেল।

ব্য়াটিং ব্য়র্থতার পর স্পিনের দাওয়াই, তাতেই কাবু ইংল্যান্ড

এদিন তাঁর ৪ উইকেট এল মাত্র ২৫ রানের বিনিময়ে। তাঁকে যোগ্য সহায়তা করলেন তিন জোরে বোলার শিখা পান্ডে (২১-২), দীপ্তি শর্মা (৩৩-২) এবং অভিজ্ঞ ঝুলন গোস্বামী (১০-১)। তাঁদের দাপটে ইংরেজ মহিলা দলের ইনিংস ৪১ ওভারেই ১৩৬ মাত্র রানে গুটিয়ে গেল। তাদের পক্ষে বলার মতো রান পেলেন শুধুমাত্র নাতালিয়া শিভার (৪৪) ও অধিনায়িকা হিথার নাইট (৩৯)।

তবে বারতের সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে প্রথম দিকে জেতার মতো জায়গাতেই ছিল ইংল্যান্ড। ৩০ ওভারের পর মাত্র ৩ উইকেট হারিয়ে তারা ১১১ তুলে ফেলেছিল। কিন্তু, ভারতের মতোই তাদের ব্যাটিং-এও এদিন ধস নামে। শেষ ৭ ব্যাটসম্যান আউট হন মাত্র ২৪ রানে। ইংরেজ ইনিংসের শেষ ৩ উইকেট ৫ বলেই তুলে নেন একতা।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">WATCH: India Women won the 1st ODI by 66 runs thanks to a stunning comeback by the bowlers. <a href="https://twitter.com/hashtag/INDvENG?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvENG</a><br><br>Don't miss the highlights: <a href="https://t.co/LaK399c53j">https://t.co/LaK399c53j</a> <a href="https://t.co/Ba8ezS4Kb0">pic.twitter.com/Ba8ezS4Kb0</a></p>— BCCI Women (@BCCIWomen) <a href="https://twitter.com/BCCIWomen/status/1098932736377577472?ref_src=twsrc%5Etfw">February 22, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিন টসে জিতেছিল ইংল্যান্ডই। তারা ভারতকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল। গত বেশ কয়েক ম্যাচের মতো এদিনও স্মৃতি (২৪) ও জেমাইমা (৪৮) নিজেদের মধ্যে ৬৯ রানের ওপেনিং জুটি গড়ে ভারতের শুরুটা ভালই করে দিয়েছিলেন। কিন্তু স্মৃতি মান্ধানা ফিরতেই ভারতীয় ব্যাটিং-এ আসা-যাওয়ার পালা শুরু হয়।

প্রথমে দীপ্তি শর্মা (৭) ও তার পরের ওভারেই সেট হওয়া জেমাইমা-কে হারিয়ে ভারত বিপদে পড়েছিল। সেই বিপদ আরও বাড়ান অভিষেককারী হারলিন দেওল (২) ও মোনা মেশ্রম (০)। কিন্তু এরপর ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে ভারতের ইনিংসকে থিতু করেন অধিনায়িকা মিতালী রাজ (৪৪) ও উইকেটকিপার তানিয়া ভাটিয়া (২৫)।

মিতালী আউট হওয়ার পর ঝুলন গোস্বামী ৩৭ বলে ৩০ রান করে ভারতের রান ২০০ পার করিয়ে দেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">We defeat England Women by 66 runs in the 1st ODI<br><br>Three wickets for Ekta Bisht in the 40th over 👏👏<br><br>We take a 1-0 lead in the three match ODI series <a href="https://twitter.com/hashtag/ENGvIND?src=hash&ref_src=twsrc%5Etfw">#ENGvIND</a> <a href="https://t.co/80GC4MxKqR">pic.twitter.com/80GC4MxKqR</a></p>— BCCI Women (@BCCIWomen) <a href="https://twitter.com/BCCIWomen/status/1098888004356063233?ref_src=twsrc%5Etfw">February 22, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

English summary
India women have defeated England women by 66 runs in the first ODI of the ICC Women's Championship in Mumbai on Friday.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X