For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে কী বললেন বিশ্বকাপার রায়না

ভারত-চিন সীমান্ত সংঘর্ষ নিয়ে ক্ষোভে ফেটে পড়ে কী বললেন বিশ্বকাপার রায়না

  • |
Google Oneindia Bengali News

ভারত-চিন সীমান্তে ভারতীয় সেনার উপর হামলায় ঘটনায় চিনের উপর ফুঁসছে দেশ। সীমান্তে এই সংঘর্ষে ভারতীয় ২০ জওয়ান শহিদ, যারপর ভারত জুড়ে চিনা পণ্য বর্জন নিয়ে দেশবাসী সরব। ক্ষোভে ফুঁসছে ক্রিকেটমহলও। বিরাট থেকে রোহিতরা শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়েছেন। এবার চিনের কাপুরোষিত হামলার ঘটনার তীব্র নিন্দা করে সরব ভারতের হয়ে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জেতা সুরেশ রায়না।

ক্ষোভে ফেটে পড়লেন রায়না

ক্ষোভে ফেটে পড়লেন রায়না

সীমান্তে চিনা সেনার আগ্রাসনে ভারতীয় সেনা মৃত্যুর ঘটনা নক্কারজনক বলে রায়না জানিয়েছেন। সেই সঙ্গে চিনের কৃতকর্মের জন্য তারা ভারতের সঙ্গে কোনও আলোচনার যোগ্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটার।

রায়না যা বললেন

রায়না যা বললেন

রায়না বলেন, 'ভারতীয় সেনার শহিদ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে নাগরিকরা প্রতিবাদে গর্জে উঠেছেন। শহিদদের পরিবারদের সমবেদনা জানাই। দেশজুড়ে করোনা নিয়ে সংকট তার মাঝে সীমান্তে প্রতিদিন দেশের সেনা আমাদের জন্য লড়ে চলেছেন। ভারতীয় সেনা চিনকে যোগ্য জবাব দিয়েছে। '

বোর্ডের সঙ্গে চিনা সংস্থার চুক্তি

বোর্ডের সঙ্গে চিনা সংস্থার চুক্তি

অন্যদিকে দেশজুড়ে চিনা পণ্য বর্জনের ডাকের কারণে চাপের মুখে বিসিসিআই। বোর্ডের আইপিএল টুর্নামেন্টের টাইটেল স্পনসর চিনা সংস্থা ভিভো। ভারতীয় সেনার উপর চিনের আক্রমণের প্রতিবাদে সেই চুক্তির সম্পর্ক বাতিল করা নিয়ে বিভিন্ন মহলে দাবি উঠছে। ভারতীয় ক্রিকেট বোর্ড এই নিয়ে অবশ্য কোনও সিদ্ধান্ত নেয়নি। আগামী সপ্তাহে সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের কথার মাথায় রেখে চিনের সংস্থার সঙ্গে আইপিএল চুক্তি বিষয়টি নিয়ে জরুরী বৈঠক করবে বলে বোর্ড সূত্রে জানানো হয়েছে।

 জাতীয় দলে চিনা স্পনসর অতীত

জাতীয় দলে চিনা স্পনসর অতীত

প্রসঙ্গত ভারতীয় জাতীয় দলেও চিনা স্পনসর ছিল। তিন ফর্ম্যাটে বিরাট-রোহিতদের জার্সিতে চিনা সংস্থা ওপো মূল স্পনসর ছিল। যদিও এখন ভারতের জাতীয় দলে মূল স্পনসর বাইজুস।

English summary
Indo-China border clash:What Suresh raina on boycott china issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X