For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(প্রিভিউ) IPL 10 : প্লে অফে উঠতে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে

কলকাতা শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে কোণঠাসা। ১৩টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। আজ ইডেনে মুম্বইকে হারিয়ে সরাসরি প্লে অফে যেতে চাইছেন গৌতম গম্ভীরের দল।

  • |
Google Oneindia Bengali News

প্লে অফের লড়াইয়ে সরাসরি উঠতে গেলে এদিন ইডেন গার্ডেন্সে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে। কিংস ইলেভেন পাঞ্জাব পরপর বেশ কয়েকটি ম্যাচ জিতে প্লে অফে ওঠার লড়াই জমিয়ে দিয়েছে। এদিকে কলকাতাও শেষ চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরে কোণঠাসা।

এই অবস্থায় এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। তবে প্লে অফে উঠবেই সেই নিশ্চয়তা কেউ দিতে পারছেন না। ফলে রোহিত শর্মার দলকে হারিয়ে সরাসরি প্লে অফে যেতে চাইছেন গৌতম গম্ভীরের দল।

(প্রিভিউ) IPL 10 : প্লে অফে উঠতে মুম্বইয়ের বিরুদ্ধে জিততেই হবে কলকাতাকে

তবে প্রথম আইপিএল থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জিততেই সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছে কলকাতাকে। সবচেয়ে বেশি মুম্বইয়ের কাছেই হারার রেকর্ড রয়েছে কলকাতার। গত কয়েকবছরে সেই রেকর্ডের উন্নতি হলেও মুম্বইকে কলকাতা ছাপিয়ে যেতে পারেনি।

তাছাড়া এই মরশুমের প্রথম লেগের ম্যাচেই কলকাতাকে চার উইকেটে হারিয়ে অসাধারণ জয় পায় মুম্বই। খুব কম রানে পাঁচ উইকেট চলে যাওয়ার পরও কায়রন পোলার্ড ও হার্দিক পাণ্ড্য অসাধারণ খেলে মুম্বইকে জয় এমে দেন। ১৭৮ রান তাড়া করে চার উইকেটে ম্যাচ জেতে মুম্বই।

ফলে ঘরের মাঠে হলেও মুম্বই ম্যাচ সম্ভবত এই মরশুমের সবচেয়ে কঠিন ম্যাচ হতে চলেছে কলকাতার জন্য। গৌতম গম্ভীরের দলের মিডল অর্ডার সেভাবে ভালো খেলছে না। মনীশ পাণ্ডে, ইউসুফ পাঠান, সূর্যকুমার যাদবকে সঠিক সময়ে জ্বলে উঠতে হবে। না হলে গত ম্যাচের মতোই এই ম্যাচেও জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হবে কলকাতাকে।

English summary
IPL 10 : KKR need to win against Mumbai Indians to qualify for play offs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X