For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 10 : মুম্বই বনাম কলকাতা ম্যাচের হাইলাইটস একনজরে

কলকাতাকে হারিয়ে রবিবার ফাইনালে রোহিত শর্মারা খেলবেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে। এবার দেখে নেওয়া যাক, মুম্বই কলকাতা ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টে়ডিয়ামে টসে জিতে কলকাতার বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাট করতে নেমে কলকাতা মাত্র ১০৭ রান অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে মু্ম্বই ৪ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এবং এই ম্যাচ জিতে মুম্বই ফাইনালে চলে গেল।

এই নিয়ে মোট চারবার ফাইনালে গেল মুম্বই। রবিবার ফাইনালে রোহিত শর্মারা খেলবেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের বিরুদ্ধে। এবার দেখে নেওয়া যাক, মুম্বই কলকাতা ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য একনজরে।

IPL 10 : মুম্বই বনাম কলকাতা ম্যাচের হাইলাইটস একনজরে

কলকাতা নাইট রাইডার্স ইনিংস

  • ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু করে কলকাতা। পাওয়ার প্লে-তে মাত্র ২৫ রান ওঠে তিন উইকেট হারিয়ে।
  • ১০.৩ ওভারের মাথায় কলকাতা ৫০ রান বোর্ডে তোলে। ততক্ষণে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে নাইটরা।
  • ষষ্ঠ উইকেটে ৪২ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন ইশাঙ্ক জাগ্গি ও সূর্যকুমার যাদব।
  • ১৬.৩ ওভারে ১০০ রান তোলে কলকাতা। তবে ততক্ষণে ৭ উইকেট চলে গিয়েছে। ১০০ ওঠার পরই অষ্টম উইকেটের পতন হয়। আউট হন নাথন কুল্টার-নাইল।
  • শেষপর্যন্ত কলকাতা ১৮.৫ ওভারে ১০৭ রানে শেষ হয়ে যায়।

মুম্বই ইন্ডিয়ান্স ইনিংস

  • মাত্র ১০৮ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসও শুরুতে ধাক্কা খায়।
  • ওপেন করতে নেমে ওয়েস্ট ইন্ডিয়ান লেন্ডল সিমন্স ৩ রান করে পীযূষ চাওলার বলে আউট হন।
  • এরপরে উমেশ যাদবের বলে পার্থিব প্যাটেল ১৪ রান করে ফেরেন। এরপরে অম্বাতি রায়াডু ৬ রান করে চাওলার বলে বোল্ড হন।
  • সেইসময়ে ৩৪/৩ রানে কিছুটা চাপে পড়ে গিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
  • পাওয়ার প্লে-তে মুম্বই ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে।
  • ৭.৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ৫০ রান করে। মাত্র তিন উইকেট পড়ে মুম্বইয়ের। ক্রিজে তখন ছিলেন রোহিত শর্মা ও ক্রুণাল পাণ্ড্য।
  • চতুর্থ উইকেটে রোহিত ও ক্রুণাল ৩৩ বলে ৫০ রান তোলেন।
  • রোহিত ২৬ রান কের ফিরলেও ক্রুণাল ৩০ বলে ৪৫ রান করে অপরাজিত থাকেন।
  • ১৩.৪ ওভারে মুম্বই ১০০ রান পূর্ণ করে।
  • ১৪.৩ ওভারে মুম্বই জয়ের জন্য প্রয়োজনীয় ১০৮ রান তাড়া করে জিতে যায়। ৩৩ বল বাকী থাকতে ৬ উইকেট হাতে নিয়ে মুম্বই ম্যাচ জিতে ফাইনালে চলে যায়।
English summary
IPL 10 : KKR vs MI match highlights at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X