For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল শুরুর প্রহর গোনা শেষ, শনিবার মহারণে মুম্বই ও চেন্নাই

শনিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের একাদশ মরশুম। প্রথম ম্যাচের জন্য প্রস্তুত দুই দলই।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

আইপিএল একাদশ মরশুমের খেতাব রক্ষার লড়াইয়ে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের প্রতিপক্ষ দুই বছর নির্বাসন কাটিয়ে ফেরত আসা চেন্নাই সুপার কিংস। আইপিএলের ইতিহাসে যাঁরা সফলতম দল। দুই ফেভারিটের টক্কর দিয়েই শনিবার ওয়াংখেড়েতে এই মরশুমের আইপিএলের সূচনা হবে।

আইপিএল শুরুর প্রহর গোনা শেষ, শনিবার মহারণে মুম্বই ও চেন্নাই

[আরও পড়ুন:ঘুরে গেলেন দাদা, স্মিথের পাশে দাঁড়িয়ে যা বললেন সৌরভ ][আরও পড়ুন:ঘুরে গেলেন দাদা, স্মিথের পাশে দাঁড়িয়ে যা বললেন সৌরভ ]

এই মরশুমের নিলামে মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের বেশ কিছু ক্রিকেটারকে যেমন ধরে রেখেছে, তেমনই বেশ কিছু ক্রিকেটারকে হারিয়েছেও। একনজরে দেখে নেওয়া যাক মুম্বই ইন্ডিয়ান্সের শক্তি ও দুর্বলতা।

রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, পান্ডিয়া ভাই, কায়রন পোলার্ডের মতো তারকা ক্রিকেটারদের কোর দলটিকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। এঁরা থাকারয় মুম্বই ব্যাটিং লাইন আপটি মূলত অক্ষত রয়েছে। রোহিত, পান্ডিয়া ভাই, পোলার্ড প্রত্যেকেই দুরন্ত ব্যাটসম্যান।

দলের ব্যাটিং ইউনিটের মতো বোলিং ইউনিটও জবরদস্ত। জসপ্রীত বুমরাহ, প্যাট কামিন্স, মুস্তাফিজুর রহমান সকলেই টি-২০ বোলিংয়ে কামাল করার ক্ষমতা রাখেন। এছাড়াও রয়েছেন মিচেল ম্যাকক্লেনেঘন, প্রদীপ সাঙ্গোয়ানরা।

তবে এতদিন স্পিন আক্রমণের মূল মুখ হরভজন সিং এবার আর মুম্বইয়ের সদস্য নন। এবারে স্পিন বিভাগে অনুকূল রায়, আকিলা ধনঞ্জয়, মায়াঙ্ক মকরন্দরা দায়িত্ব সামলাবেন।

উইকেটরক্ষক বিভাগেও ভারতীয় তরুণ মুখদের ওপরই ভরসা রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। দায়িত্বে থাকবেন হয় ইশান কিষাণ নয় আদিত্য তারে।

[আরও পড়ুন: দূরদর্শনে এবছর থেকে আইপিএল! স্টারের সঙ্গে সমঝোতায় বিরাট-রোহিতদের খেলা দেখা যাবে সরকারি চ্যানেলেও][আরও পড়ুন: দূরদর্শনে এবছর থেকে আইপিএল! স্টারের সঙ্গে সমঝোতায় বিরাট-রোহিতদের খেলা দেখা যাবে সরকারি চ্যানেলেও]

English summary
IPL 11 is ready to start from Saturday with MI vs CSK match. Both teams are ready for first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X