For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের বছরে সরবে আইপিএল - পরের বছর কোথায় হবে লিগের আয়োজন

আগামী বছর ভারতের সাধারণ নির্বাচন। তাই আইপিএল -১২'র আয়োজন, এর আগের দুই সাধারণ নির্বাচনের বছরের মতো ভারতের বাইরে করতে হবে।

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর ভোট কবে হবে তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজনৈতিক দলগুলি। তাদের সঙ্গে অপেক্ষায় সামিল ভারতের ক্রিকেট বোর্ডও। আইপিএল ১২ কোথায় আয়োজিত হবে তা নির্ভর করছে নির্বাচনের তারিখের উপরই। ভারত থেকে আইপিএল সরাতে হলে বোর্ডের পছন্দের তালিকায় আছে দক্ষিণ আফ্রিকা, আরব আমিরশাহি ও ইংল্যান্ডের নাম।

কোথায় হবে আইপিএল-১২র আয়োজন

আইপিএল-১২ যদি ভারতে আয়োজন না করা যায়, তাহলে বোর্ড চায় প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকায় আয়োজন করতে। অবশ্য ভারতের বাইরে খরচ সবচেয়ে কম পড়বে আমিরশাহিতে। সেখানে ভারতীয় জনবসতিও বেশি। কিন্তু বাধ সেধেছে পরিকাঠামোর অভাব।

আমিরশাহিতে শারজা, আবুধাবি ও দুবাই - সাকুল্যে তিনটি স্টেডিয়াম রয়েছে। তাতে ৮ দলের ৬০ টি ম্যাচের বড় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। তাই দক্ষিণ আফ্রিকাই রয়েছে বোর্ডের প্ল্যান-এ'তে। ঠিক হয়েছে যদি দেখা যায় টুর্নামেন্টকে আংশিকভাবে সরাতে হবে, সেক্ষেত্রে যাওয়া হবে আরব আমির শাহিতে। আর যদি পুরো টুর্নামেন্টই ভআরতের বাইরে করতে হয়, তাহলে তা হবে দক্ষিণ আফ্রিকায়।

হাল্কাভাবে আলোচনায় রয়েছে ইংল্যান্ডের নামও। ইংল্যান্ডে মাঠের অভাব নেই। ভারতীয়ের সংখ্যাও অনেক। আইপিএল নিয়ে সাধআরণ মানুষের আগ্রহও রয়েছে। কিন্তু সেখানে টুর্নামেন্ট আয়োজন করতে গেলে আয়োজ ও ফ্র্যাঞ্চাইসি, দুই তরফেই খরচ পড়বে অনেক বেশি। তাও প্ল্যান সি হিসেবে মাথায় রাখা হচ্ছে এই দেশের কথাও। একান্তই যদি দক্ষিণ আফ্রিকা বা আমিরশাহিতে টুর্নামেন্ট না করা যায়, সেক্ষেত্রে ভাবা হবে ইংল্যান্ডের কথা।

জানা গিয়েছে বেসরকারিভাবে বোর্ড ইতিমধ্যেই এই তিন দেশের ক্রিকেট কর্তাদের সঙ্গে আলোচনা এগিয়ে রেখেছে। ফ্র্যাঞ্চাইসিদেরও বিষয়টি জানিয়ে রাখা হয়েছে আগাম প্রস্তুতি সেড়ে রাখার জন্য। বোর্ডের তরফ থেকে এবিষয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া না হলেও সূত্রের খবর, মঙ্গলবারই আইপিএল-১২'র সম্ভাব্য আয়োজনস্থলগুলির নাম আলোচনা করতে ক্রিকেট প্রশাসনিক কমিটি একটি বৈঠক করবেন।

এর আগেও বারতে লোকসভা নির্বাচনের বছরগুলিতে আইপিএল-কে বিদেশে পারি দিতে দেখা গিয়েছে। ২০০৯ সালে সম্পূর্ণ লিগটিই স্থানান্তরিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে আবার আইপিএল-এর একটা অংশ আয়োজিত হয়েছিল আরব আমিরশাহিতে।

কোথায় হবে আইপিএল-১২র আয়োজন

তবে নির্বাচন ছাড়াও এবারের আইপিএল আয়োজন করতে বোর্ডের সামনে অন্য কিছু বড় বাধাও রয়েছে। সাধারণত প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হয় আইপিএল। শেষ হয় মে মাসের শেষে। কিন্তু পরের বছরই রয়েছে বিশ্বকাপ। বিশ্বকাপ শুরু ৩০ মে তারিখে। তাই আইপিএল-১২'কে এগিয়ে আনারর কথা ভাবা হয়েছিল। কিন্তু ক্রিকেটিয় ক্যালেন্ডার অনুযায়ী এক সপ্তাহের বেশি এগিয়ে আনাও সম্ভব নয়।

এখন সবটাই নির্ভর করছে একটি মাত্র ব্য়ক্তির উপরে। তাঁর উপরই লিগের যথাযথ তারিখ জানানোর ভার রয়েছে। তিনিই ভারতের সাধারণ নির্বাচনেরও দিন ঠিক করবেন। তিনি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত।

English summary
Next year there will be the general election of India. So IPL-12 will need a shift, like in the previous two general election years. 
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X