For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৫ : গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান

Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ মে : কলকাতা ইডেন গার্ডেন্সে রোহিত শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ানস ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪১ রানে বাজিমাত দিয়েছে। টসে হেরেও প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২০২/৫ রান তোলে মুম্বই। যদিও রান তাড়া করতে নেমে ২০ ওভারের শেষে ১৬১/৮ রানেই থামতে হয় সিএসকে-কে। [চেন্নাই সুপার কিংসকে হেলায় হারিয়ে আইপিএল ২০১৫-র চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ানস]

আইপিএল-এ শুরুটা ভাল না হলেও শেষটা একেবারে ফটো ফিনিশ করল মুম্বই ইন্ডিয়ানস। চেন্নাই সুপার কিংসকে হারিয়ে অষ্টম আইপিএল-এর চ্যাম্পিয়ন হল রোহিত বাহিনী। [ (ছবি) আইপিএল ২০১৫ : পুরস্কারজয়ীদের সম্পূর্ণ তালিকা]

(ছবি) আইপিএল ২০১৫ : গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান

ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক

মোট সেঞ্চুরি

  • ৪টি - এবি ডিভিলিয়ার্স, ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাকালাম এবং শেন ওয়াটসন

সর্বোচ্চ ব্যক্তিগত রান

  • এবি ডিভিলিয়ার্স (আরসিবি) - ১৩৩ নট আউট (আরসিবি বনাম এমআই)

দ্রুততম শতরান

  • ক্রিস গেইল - ৪৬ বলে শতরান করেছেন পাঞ্জাব কিংস ইলেভেনের বিরুদ্ধে

দ্রুততম অর্ধশতক

  • আন্দ্রে রাসেল (কেকেআর) - ১৯ বলে অর্ধশতক (কেকেআর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব) এবং হরভজন সিং (এমআই) - ১৯ বলে অর্ধশতক (এমআই বনাম কিংস ইলেভেন পাঞ্জাব)

তবে পুরস্কারটি জিতেছেন আন্দ্রে রাসেল কারণ তাঁর স্ট্রাইক রেট হরভজনের থেকে ভাল।


টুর্নামেন্টে সবচেয়ে বেশি ছয় মেরেছেন

  • ক্রিস গেইল - ৩৮টি (আরসিবি)

সবচেয়ে বেশি চার মেরেছেন

  • ডেভিড ওয়ারনার (এসআরএইচ) - ৬৫টি

টুর্নামেন্ট মোট ছক্কার সংখ্যা

  • ৬৯২

টুর্নামেন্টে মোট উইকেট

  • ৬৮৬

কোনও দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান

  • ২৩৫/১ আরসিবি বনাম এমআই

একটি ইনিংসে সেরা বোলিং
আশিস নেহরা (সিএসকে) - ৪/১০ (সিএসকে বনাম আরসিবি)

(ছবি) আইপিএল ২০১৫ : গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান

সবচেয়ে জোরে বল

  • মিচেল জনসন (কিংস ইলেভেন পাঞ্জাব) - প্রতি ঘন্টায় ১৫১.১১ কিলোমিটার বেগে

সবচেয়ে বেশি ডট বল একটি ইনিংসে

  • ডিডি বনাম সিএসকে ম্যাচে ১৮টি - জাহির খান (ডিডি) (৪-১-৯-২)

সবচেয়ে বেশি ডট বল গোটা টুর্নামেন্টে

  • ১৭০ টি - আশিস নেহরা(সিএসকে - ১৬ ইনিংসে ৬২ ওভারে ৪৪৯ রান দিয়ে তুলে নিয়েছেন ২২ টি উইকেট।)

টুর্নামেন্টে সবচেয়ে বেশি মেডেন ওভার বল করেছেন

  • ৪ - সন্দীপ শর্মা (কিংস ইলেভেন পাঞ্জাব)

প্রাক্তন চ্যাম্পিয়ন দলগুলি

  • ২০১৪ - কলকাতা নাইট রাইডার্স
  • ২০১৩ - মুম্বই ইন্ডিয়ানস
  • ২০১২ - কলকাতা নাইট রাইডার্স
  • ২০১১ - চেন্নাই সুপার কিংস
  • ২০১০ - চেন্নাই সুপার কিংস
  • ২০০৯ - ডেকান চার্জার্স
  • ২০০৮ - রাজস্থান রয়্যালস
English summary
IPL 2015: important statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X