For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৫ : হরভজন সিংকে কেন 'পাগল' বললেন বীরেন্দ্র সহবাগ?

Google Oneindia Bengali News

মুম্বই, ১৩ এপ্রিল : ব্যাটিংয়ের মতোই বীরেন্দ্র সহবাগের কথা বলারও একটা নিজস্ব স্টাইল আছে। গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বই ইন্ডিয়ানসের খেলা শেষে তা আরও একবার প্রমাণ হল।

পূর্ণাঙ্গ সময় সূচি</a>, <a href=সবকটি দলের পূর্ণাঙ্গ তালিকা, আইপিএল গাইড" title="পূর্ণাঙ্গ সময় সূচি, সবকটি দলের পূর্ণাঙ্গ তালিকা, আইপিএল গাইড" />পূর্ণাঙ্গ সময় সূচি, সবকটি দলের পূর্ণাঙ্গ তালিকা, আইপিএল গাইড

১২ এপ্রিল খেলায় মুম্বই ইন্ডিয়ানসকে ১৮ রানে হারিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। জয়ী হলেও পাঞ্জাবকে হারের দুঃস্বপ্ন দেখিয়ে দিয়েছিলেন "পাগল সর্দার" হরভজন সিং। হরভজনকে 'পাগল' বললেন সহবাগ। ২০ ওভারে ১৭৭/৫ রান তোলে পাঞ্জাব। মুম্বই সেখানে ১৫৯/৭ রানেই শেষ হয়। [(ছবি) আইপিএল ২০১৫ : হরভজন সুনামিতেও মুম্বইয়ের শেষ রক্ষা হল না, ১৮ রানে জয়ী পাঞ্জাব]

আইপিএল ২০১৫ : হরভজন সিংকে কেন 'পাগল' বললেন বীরেন্দ্র সহবাগ?

কিন্তু এদিন যে দলই জিতুক না কেন দর্শকদের মনভরা বিনোদন জুগিয়েছেন অফস্পিনার ভাজি। ঘরের মাঠে আট নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বলে ৬৪ রান (৫x৪. ৬x৬) করেছেন হরভজন। বলেও এদিন সফল তিনি। ৪ ওভারে ২০ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট।

ম্যাচ শেষে পাঞ্জাব দলের খেলোয়াড় বীরেন্দ্র সহবাগকে হরভজনের ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হলে হাসতে হাসতে একেবারে মনের কথা বলে দেন বীরু , "আজ লাগ রহা থা সর্দার পাগল হো গয়া হ্যায় (আজ মনে হচ্ছিল সর্দার পাগল হয়ে গিয়েছিল)।"

বন্ধু হরভজনের এদিনের ব্যাটিংয়ে যারপর নাই খুশি সহবাগ। ভাল বন্ধুর প্রশংসাও তাই করলেন অন্য কায়দায়। বললেন, এধরণের ব্যাটিং করার জন্য ভাজি কী যে খান জানতে পারলে সুবিধে হতো। এদিন অবশ্য পাঞ্জাবের হয়ে ১৯ বলে ৩৬ রানে ছোট কিন্তু গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন সহবাগও।

ভারতীয় দলে একইসময়ে খেলার সূত্রে দীর্ঘদিনের বন্ধু সহবাগ ও হরভজন। তবে দুজনের মধ্যে কেউই এখন আন্তর্জাতিক ক্রিকেটে নেই।

English summary
IPL 2015: Why did Virender Sehwag call Harbhajan Singh "pagal" (mad)?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X