For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) IPL এর দশটি অবিশ্বাস্য রেকর্ড যা কেউ এখনও ভাঙতে পারেনি

আইপিএলে এমন দশটি রেকর্ড রয়েছে যেগুলি ভাঙা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। কী সেই রেকর্ড তা জেনে নেওয়া যাক একনজরে।

  • |
Google Oneindia Bengali News

শুরু হয়ে গিয়েছে আইপিএল মহারণ। মহারাষ্ট্র ডার্বিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে পুনে রাইজিং সুপারজায়ান্টস। এই ম্যাচে মুম্বইয়ের হয়ে ইনিংসের শেষ ওভারে অশোক দিন্দার বলে ৩০ রান নেন হার্দিক পাণ্ড্য। শেষ ওভারে এত রান হওয়ার রেকর্ড আর নেই আইপিএলে। এরকম গুচ্ছ গুচ্ছে রেকর্ড প্রতিবছর আইপিএলে তৈরি হয় ও ভেঙে যায়। তবে এমন দশটি রেকর্ড রয়েছে যেগুলি ভাঙা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। কী সেই রেকর্ড তা জেনে নেওয়া যাক একনজরে। [IPL 2017 : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের]

ক্রিস গেইলের ১৭৫ নট আউট

ক্রিস গেইলের ১৭৫ নট আউট

টি ২০ ক্রিকেটে কেউ এতগুলি শতরান করতে পারেন তা এই ফর্ম্যাট শুরুর আগে অনেকেরই ধারণা ছিল না। তবে সেই সমস্ত ধারণাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছেন ক্রিস্টোফার হেনরি গেইল। শুধু আইপিএল নয়, সারা বিশ্বের টি২০ ক্রিকেটে তাঁর চেয়ে বিস্ফোরক ব্যাটসম্যান আর কেউ নেই। নিজের দিনে একাই ছিঁড়ে ফেলতে পারেন যেকোনও বোলিং অ্যাটাককে। ঠিক যেমন করেছিলেন পুনের বিরুদ্ধে। ২০১৩ সালে আইপিএলের ও নিজের ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৫ রান করে নট আউট থাকেন গেইল। সেই রান এখনও কেউ ভাঙতে পারেননি। মাত্র ৬৬ বলে ১৩টি চার ও ১৭টি ছক্কার সাহায্যে এই মাইলস্টোনে পৌঁছন গেইল। [IPL : আগের ৯টি সিজনে কোন বোলার পেয়েছেন 'পার্পল ক্যাপ']

এক ইনিংসে সর্বোচ্চ ছয়

এক ইনিংসে সর্বোচ্চ ছয়

পুনের বিরুদ্ধে যে ম্যাচে ১৭৫ নট আউট ছিলেন গেইল, সেই ম্যাচেই একা ১৭টি ছয় মারেন তিনি। সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে। সেই ম্যাচে সব বোলারই গেইলের ব্যাটিংয়ের কাছে ধরাশায়ী হন। [IPL 2017 : দশ বছরের সেরা পাঁচ বিতর্কিত ঘটনা]

সর্বোচ্চ দলীয় রান

সর্বোচ্চ দলীয় রান

পুনের বিরুদ্ধে গেইলের ১৭৫ রান করার ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ২৬৫/৫ অবস্থায় শেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই রানই আইপিএলে কোনও দলের করা সর্বোচ্চ রান যা কেউ এখনও ভাঙতে পারেনি। [আইপিএলে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে এই খেলোয়াড়দের]

রানমেশিন বিরাট কোহলি

রানমেশিন বিরাট কোহলি

২০১৬ আইপিএল মরশুমে ১৬টি ইনিংস মিলিয়ে ৯৭৩ রান করেন বিরাট কোহলি। যার মধ্যে ছিল চারটি শতরান ও ৭টি অর্ধশতরান। এক মরশুমে প্রায় এক হাজার রানের মাইলফলক স্পর্শ করে ফেলছিলেন তিনি। এবছর কেউ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা সেটাই এখন দেখার। [IPL এর সবচেয়ে সফল অধিনায়কের তালিকায় রয়েছেন কারা?]

এক মরশুমে চারটি শতরান

এক মরশুমে চারটি শতরান

২০১৬ আইপিএল মরশুমে মোট ৪টি শতরান করেন বিরাট কোহলি। এক মরশুমে এতগুলি শতরানের রেকর্ড আর কারও নেই। এবছর সেই রেকর্ড ভাঙে কিনা সেটাই লক্ষ্যণীয়।

সেরা বোলিং

সেরা বোলিং

২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরশুমে পাকিস্তানি পেসার সোহেল তনবীর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চার ওভার বল করে ১৪ রানে ৬ উইকেট নেন। এখনও পর্যন্ত এটাই আইপিএলের সেরা বোলিং পারফরম্যান্স যা কেউ ভাঙতে পারেননি।

সর্বোচ্চ পার্টনারশিপ

সর্বোচ্চ পার্টনারশিপ

যেকোনও উইকেটে আইপিএলে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড রয়েছে এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলির মধ্যে। ২০১৬ সালে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ২২৯ রানের পার্টনারশিপ করেন দুজনে। কোহলি ৫৫ বলে ১০৯ রান করেন। আর এবি ৫১ বলে ১২৯ রান করেন।

এক মরশুমে সর্বোচ্চ উইকেট

এক মরশুমে সর্বোচ্চ উইকেট

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০১৩ মরশুমে সর্বোচ্চ ৩২টি উইকেট নেন ডোয়েন ব্র্যাভো। এখনও সেই রেকর্ড অক্ষত রয়েছে।

এক ইনিংসে সবচেয়ে বেশি চার

এক ইনিংসে সবচেয়ে বেশি চার

এক ইনিংসে সবচেয়ে বেশি ১৯টি চার মারার রেকর্ড রয়েছে এবি ডিভিলিয়ার্স ও পল ভালথাতির। ডিভিলিয়ার্স ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ও ভালথাতি ২০১১ সালে চেন্নাইয়ের বিরুদ্ধে একটি ম্যাচে এত সংখ্যক চার মারেন।

দ্রুততম শতরান

দ্রুততম শতরান

২০১৩ সালে পুনের বিরুদ্ধে ১৭৫ রান করার ম্যাচে মাত্র ৩০ বলে শতরান পূর্ণ করেন ক্রিস গেইল। এত কম বলে কোনও ধরনের ক্রিকেটে কেউ শতরান করেননি। সবমিলিয়ে ৬৬ বলে ১৭৫ রান করেন তিনি। সেই রেকর্ড আজও অক্ষত রয়েছে।

English summary
IPL 2017 : 10 records of the tournament which is huge indeed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X