For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 10 ফাইনাল : মুম্বই বনাম পুনে ম্যাচের হাইলাইটস একনজরে

তিনবার আইপিএল জিতে রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। একনজরে দেখে নেওয়া যাক পুনে বনাম মুম্বই ফাইনাল ম্যাচের হাইলাইটস।

  • |
Google Oneindia Bengali News

তিনবার আইপিএল জিতে রেকর্ড করল মুম্বই ইন্ডিয়ান্স। ২০১৩, ২০১৫ সালের পর ২০১৭ সালে আইপিএলের দশম সংষ্করণ জিতে নিল রোহিত শর্মার দল। রুদ্ধশ্বাস ম্যাচে পুনেকে ১ রানে হারিয়ে দিল মুম্বই।

একেবারে শেষ বল পর্যন্ত ম্যাচে টানটান উত্তেজনা অব্যাহত ছিল। শেষ বলে করতে হতো চার রান। তবে ২ রান তুলতে সক্ষম হন পুনে। ফলে ১ রানে ম্যাচ জেতে মুম্বই। একনজরে দেখে নেওয়া যাক পুনে বনাম মুম্বই ফাইনাল ম্যাচের হাইলাইটস।

IPL 10 ফাইনাল : মুম্বই বনাম পুনে ম্যাচের হাইলাইটস একনজরে

মুম্বই ইন্ডিয়ান্স ইনিংস

  • শুরুতেই নড়বড়ে শুরু করে মুম্বই। মাত্র ৮ রানের মধ্যে ২ উইকেট পড়ে যায়। দুটি উইকেটই নেন জয়দেব উনাদকাট।
  • প্রাথমিক ধাক্কা সামলে পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই করে ৩২ রান।
  • এরপরে ৮.৬ ওভারে গিয়ে দলগত ৫০ রান বোর্ডে তোলে মুম্বই।
  • ১৭.৪ ওভারে ১০০ রান বোর্ডে তোলে মুম্বই। ততক্ষণে ৭ উইকেট পড়ে গিয়েছে। ক্রিজে তখন ব্যাট করছেন ক্রুণাল পাণ্ড্য ও মিচেল জনসন।
  • অষ্টম উইকেটে মাত্র ৩৪ বলে ৫০ রান যোগ করেন ক্রুণাল ও মিচেল জনসন।
  • শেষপর্যন্ত ৪৭ রান করেন ক্রুণাল ও জনসন করেন ১৩ রান। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান তোলে মুম্বই।

পুনে সুপারজায়ান্টস ইনিংস

  • পুনেও রান তাড়া করতে নেমে শুরুতেই রাহুল ত্রিপাঠীর উইকেট হারায়।
  • পাওয়ার প্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে পুনে তোলে ৩৮ রান।
  • ৮.৪ ওভারে ৫০ রান তোলে রাইজিং পুনে সুপারজায়ান্টস।
  • দ্বিতীয় উইকেটে ৫৪ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন অজিঙ্ক রাহানে ও স্টিভ স্মিথ।
  • রাহানের উইকেট হারানোর পরে ১৬.৪ ওভারে এসে বোর্ডে ১০০ রান ওঠে পুনের। ততক্ষণে ৩ উইকেট পড়ে গিয়েছে। স্মিথ উইকেটে থাকলেও আউট হয়ে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।
  • শেষ দুই ওভারে ২২ রান করতে হতো স্টিভ স্মিথের দলকে। বুমরাহর বলে ছক্কা হাঁকিয়ে শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১১ রান।
  • ২০তম ওভারের প্রথম বলে মিচেল জনসনের বলে চার মারেন মনোজ তিওয়ারি। তার পরের বলে আউট হয়ে ফেরেন তিনি। এরপরে স্মিথও ৫১ রান করে আউট হন।
  • শেষ তিন বলে ৭ রান করতে হতো। তবে তা আর সম্ভব হয়নি। শেষ বলে চার রান প্রয়োজন ছিল। তিন রান নিতে গিয়ে রান আউট হন ড্যান ক্রিশ্চিয়ান। ফলে পুনেকে ১ রানে হারিয়ে ম্যাচ পকেটে পুরে নেয় মুম্বই।
{promotion-urls}
English summary
IPL 2017 : MI vs RPS Final : Highlights at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X