For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL 2017 : গুজরাতকে ৬ উইকেটে হারিয়ে পরপর চার ম্যাচে জয়ী মুম্বই

গুজরাত লায়ন্সকে হারিয়ে আইপিএলে পরপর চার ম্যাচে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স।১৭৫ রান তাড়া করতে নেমে ২ বল বাকী থাকতে মুম্বই ৬ উইকেটে ম্যাচ জেতে। রোহিত শর্মা ৪০ রানে অপরাজিত থাকেন।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ১৬ এপ্রিল : গুজরাত লায়ন্সকে হারিয়ে আইপিএলে পরপর চার ম্যাচে জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন প্রথমে ব্যাট করে গুজরাত ২০ ওভারে ১৭৪/৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ২ বল বাকী থাকতে মুম্বই ৬ উইকেটে ম্যাচ জেতে। রোহিত শর্মা ৪০ রানে অপরাজিত থাকেন।

এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে গুজরাতের শুরুটা অবশ্য ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলে মিচেল ম্যাকক্লেনেঘনের বলে আউট হয়ে ফেরেন ডোয়েন স্মিথ (০)। তিন নম্বরে নামা সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ব্রেন্ডন ম্যাককুলাম ইনিংস গড়ে তোলেন।

IPL 2017 : গুজরাতকে ৬ উইকেটে হারিয়ে জয়ী মুম্বই

রায়না ২৮ রান করে ফিরে যান। এরপরে নামা তরুণ ক্রিকেটার ইশান কিষণও মাত্র ১১ রান করেন। ম্যাককুলাম ৪৪ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস খেলে মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফিরলে, ইনিংসের হাল ধরেন দীনেশ কার্তিক। মূলত কার্তিকে ২৬ বলে ৪৮ রানের মারকাটারি ইনিংস ও শেষদিকে জেসন রয়ের ৭ বলে ১৪ রানের দৌলতে ২০ ওভারে ১৭৬/৪ অবস্থায় শেষ করে গুজরাত।

জবাবে ব্যাট করতে নেমে মুম্বইও ইনিংসের দ্বিতীয় বলে পার্থিব প্যাটেলের উইকেট হারায়। তবে জোস বাটলারকে সঙ্গে নিয়ে মুম্বইকে ফের একবার শক্ত ভিতের উপরে দাঁড় করান তরুণ ক্রিকেটার নীতীশ রানা। বাটলার ২৬ ও রানা ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন। এরপরে কায়রন পোলার্ড ২৩ বলে ৩৯ রান করে আউট হলেও রোহিত শর্মা (৪০ রানে অপরাজিত) মুম্বইকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এদিনের জয়ের ফলে এই মরশুমে আইপিএলে পরপর চার ম্যাচে জয় পেয়ে লিগ তালিকায় ফের একবার শীর্ষে উঠে এল মুম্বই ইন্ডিয়ান্স। ৫টি ম্যাচ খেলে ৪টি জয় পেল রোহিত শর্মার দল। এদিকে গুজরাত ফের একটি ম্যাচ হেরে ৪ ম্যাচে ১টি জয় পেয়ে লিগ তালিকায় একেবারে শেষের দিকে রইল।

English summary
IPL 2017 : Mumbai Indians beat Gujarat Lions, wins 4 consecutive matches
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X