For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) IPL 2017 : সবচেয়ে কম বলে শতরানের রেকর্ড এই খেলোয়াড়দের

গত নটি সিজনে মোট ৪২টি শতরান আইপিএলে হয়েছে। তার মধ্যে সবচেয়ে দ্রুত কোন পাঁচটি শতরান রয়েছে তা জেনে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

দামামা বেজে গিয়েছে বিশ্বের সবচেয়ে হাইপ্রোফাইল ক্রিকেট টুর্নামেন্টের। প্রায় দু'মাস ক্রিকেট বিশ্বের নজর থাকবে ভারতে চলা আইপিএল টুর্নামেন্টের দিকে। বিশ্বের প্রায় সমস্ত বড় ক্রিকেট খেলিয়ে দেশের খেলোয়াড়েরা প্রতিবছর এই টুর্নামেন্টে অংশ নেন। এবছরও নিচ্ছেন। তার মধ্যে অবশ্য পাকিস্তান নেই। রাজনৈতিক কারণে সেদেশের খেলোয়াড়রা এদেশে এসে খেলতে পারেন না।

IPL : আগের ৯টি সিজনে কোন বোলার পেয়েছেন 'পার্পল ক্যাপ'

IPL 2017 : দশ বছরের সেরা পাঁচ বিতর্কিত ঘটনা

এবছর আইপিএল টুর্নামেন্টের দশ বছর পূর্তি হচ্ছে। সেদিক থেকে টুর্নামেন্ট আরও জমকালো হবে সন্দেহ নেই। আরও নতুন রেকর্ড তৈরি হবে, নতুন রেকর্ড ভাঙবে। গত নটি সিজনে মোট ৪২টি শতরান আইপিএলে হয়েছে। তার মধ্যে সবচেয়ে দ্রুত কোন পাঁচটি শতরান রয়েছে তা জেনে নেওয়া যাক।

এবি ডিভিলিয়ার্স (৪২ বল)

এবি ডিভিলিয়ার্স (৪২ বল)

গতবছরে গুজরাত লায়ন্সের সঙ্গে ৪২ বলে শতরানের ইনিংস খেলেছিলেন এবি ডিভিলিয়ার্স। গতবছরে এবি ডিভিলিয়ার্স ও বিরাট কোহলি মিলে ২২৯ রানের পার্টনারশিপও করেছেন যা আইপিএলের অন্যতম রেকর্ড। সেই ম্যাচে এবি ৫২ বলে ১২৯ রান করেন।

অ্যাডাম গিলক্রিস্ট (৪২ বল)

অ্যাডাম গিলক্রিস্ট (৪২ বল)

ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী উইকেটকিপার ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ বলে শতরান করেন। সেই ম্যাচে ১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১২ ওভারে ম্যাচ পকেটে পুরে নেয় হায়দ্রাবাদ।

ডেভিড মিলার (৩৮ বল)

ডেভিড মিলার (৩৮ বল)

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে ম্যাচে মাত্র ৩৮ বলে শতরান করেন পাঞ্জাবের খেলোয়াড় ডেভিড মিলার। ১৯২ রানের টার্গেট তাড়া করতে গিয়ে দলের ৫১-৩ অবস্থায় মাঠে নামেন মিলার। তারপর ১৮ ওভারের মাথায় শতরান করে দলকে জিতিয়ে খেলা শেষ করেন।

ইউসুফ পাঠান (৩৭ বল)

ইউসুফ পাঠান (৩৭ বল)

রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম তিনবছর বিধ্বমসী ফর্মে খেলেছেন ইউসুফ পাঠান। ২০১০ সালে মাত্র ৩৭ বলে শতরান করেন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। যদিও ২১৩ রানে টার্গেট তাড়া করতে নেমে হারতে হয় রাজস্থানকে। সেইসময়ে রাজস্থান দলের অধিনায়ক ছিলেন ইউসুফ পাঠান।

ক্রিস গেইল (৩০ বল)

ক্রিস গেইল (৩০ বল)

আইপিএলের সবচেয়ে বড় তারকাদের অন্যতম ক্রিস গেইল প্রায় সব মরশুমেই ভালো শুধু নয় বিধ্বংসী ব্যাটিং করেন। ২০১৩ সালে তিনি পুনের বিরুদ্ধে মাত্র ৩০ বলে শতরান করেন। শেষপর্যন্ত ব্যক্তিগত ১৭৫ রান কেরন গেইল। এছাড়া আরও শতরান করেছেন গেইল। তাঁর এই রেকর্ড কেউ ভাঙতে পারেননি এখনও।

English summary
IPL 2017: Top 5 fastest centuries in tournaments history
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X