For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

IPL ফাইনাল গড়াপেটা হয়েছে! টুইটারের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস আইপিএল ফাইনাল ম্যাচ কি তবে গড়াপেটা হয়েছে? একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পরপর করা কয়েকটি টুইট ঘিরে সন্দেহ দানা বেঁধেছে।

  • |
Google Oneindia Bengali News

রবিবার মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস আইপিএল ফাইনাল ম্যাচ কি তবে গড়াপেটা হয়েছে? একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পরপর করা কয়েকটি টুইট ঘিরে সন্দেহ দানা বেঁধেছে। আর এই নিয়ে উত্তাল স্যোশাল মিডিয়া।

IPL 2017 : কে পেলেন কোন অ্যাওয়ার্ড, দেখে নিন পুরো তালিকা

মুম্বই বনাম পুনে ম্যাচটি হায়দরবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা হয়। সেই ম্যাচে রুদ্ধশ্বাস শেষ ওভারে পুনেকে হারিয়ে তৃতীয়বার আইপিএল খেতাব ঘরে তোলে মুম্বই।

IPL ফাইনাল গড়াপেটা হয়েছে! টুইটারের পোস্ট ঘিরে জল্পনা তুঙ্গে

এই ম্যাচ ঘিরেই তৈরি হয়েছে সন্দেহের আবহ। কারণ ক্রিকেট ইনসাইডার নামে যে টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয়, সেই ভবিষ্যদ্বাণীর প্রায় পুরোটাই মিলে গিয়েছে।

ম্যাচের আগের দিন টুইটে যা বলা হয়েছিল তা হল-

  • যে দলই টসে জিতুক, পুনে আগে বল করবে।
  • পুনের রাহুল ত্রিপাঠী ও মুম্বইয়ের পার্থিব প্যাটেল ১০ রানের কমে আউট হবে।
  • ম্যাচে কোনও নো বল হবে না।
  • মুম্বই প্রথমে ব্যাট করে ১২০-১৩০ রানের মধ্যে করবে।
  • স্টিভ স্মিথ সর্বোচ্চ রান করবেন।
  • পোলার্ড ম্যাচে একটাই ছক্কা হাঁকাবেন।
  • মুম্বই শেষ ওভারে ম্যাচ জিতবে।

এখন ঘটনা হল, টুইটগুলির সবকটিই মিলে গিয়েছে। যা করা হয়েছিল ম্যাচ শুরুর আগের দিন। এবং আরও আশ্চর্যের ঘটনা হল, ফাইনাল ম্যাচের আগের দিনই এই টুইটার অ্যাকাউন্টটি তৈরি করা হয়।

যদিও টুইটার অ্যাকাউন্টের পরিচালক গোটা বিষয়টিকেই ভাগ্য বলে বর্ণনা করেছেন, তাও জল্পনা কিছুতেই থামছে না। বিসিসিআই বা আইপিএল কর্তৃপক্ষ এই বিষয়ে এখনও মুখ খোলেনি। অন্যদিকে ক্রিকেট ইনসাইডারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একইভাবে ভবিষ্যদ্বাণী করা হবে।

English summary
IPL 2017: was it fixed? 8 out of 9 predictions was correct about IPL final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X