For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সুপারম্যান এবিডি', এই ক্যাচকেই আইপিএল ২০১৮-র সেরা বলছেন সকলে, দেখুন ভিডিও

প্রথমে ব্যাট হাতে হায়দরাবাদ বোলারদের শাসন করে ৩৯ বলে ৬৯ রান করেন এবি ডিভিলিয়ার্স। তারপরে ফিল্ডিং করতে নেমে বল না করে শুধু একটা ক্যাচ নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে এলেন তিনি।

  • |
Google Oneindia Bengali News

প্রথমে ব্যাট হাতে হায়দরাবাদ বোলারদের শাসন করে ৩৯ বলে ৬৯ রান করেন এবি ডিভিলিয়ার্স। তারপরে ফিল্ডিং করতে নেমে বল না করে শুধু একটা ক্যাচ নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে এলেন তিনি। সুপারম্যান এবিডি বাউন্ডারি লাইনে এমন ক্যাচ নিলেন যা বোধহয় ক্রিকেটবিশ্বে আর কারও পক্ষে নেওয়া সম্ভব নয়।

সুপারম্যান এবিডি, এই ক্যাচই আইপিএল ২০১৮-র সেরা

ম্যাচের তখন অষ্টম ওভার। শেষ বল করছেন মঈন আলি। ব্যাটসম্যান অ্যালেক্স হেলস। ২৩ বলে ৩৭ রানে ব্যাট করছিলেন তিনি। প্রথম পাঁচ বলে চার রান দেন মঈন। শেষ বলে স্টেপ আউট করে মঈনকে প্রায় বাউন্ডারির বাইরে ফেলে দিয়েছিলেন হেলস।

সারা মাঠ যখন ভেবে নিয়েছে যে এই বলে ছক্কা খেয়ে গিয়েছেন মঈন। তখন আচমকা মাটি থেকে কয়েক হাত লাফিয়ে বাজ পাখির মতো ছোঁ মেরে ক্যাচ লুফে নিলেন এবি ডিভিলিয়ার্স। এমন ক্যাচ বোধহয় ক্রিকেটবিশ্বে একমাত্র তাঁর পক্ষেই নেওয়া সম্ভব।

তারপর হায়দরাবাদ ম্যাচে ফেরার সুযোগ পেলেও শেষ অবধি ১৪ রানে হারে। আরসিবি ফিন্ডিংয়ে কয়েকটি ক্যাচ ছাড়লেও এবিডি-র ক্যাচ ছিল মনমুগ্ধকর। একনজরে দেখে নিন সেই ভিডিও।

<iframe src='//players.brightcove.net/3588749423001/H1Xzd8U6g_default/index.html?videoId=5786188237001' allowfullscreen frameborder=0></iframe>

English summary
IPL 2018: AB de Villiers becomes 'Superman' near boundary ropes, fans claim he's extraterrestrial
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X