
রোহিত শর্মা
মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা ডেকান চার্জার্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন। তারপরে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সে যান। তারপরই তিনবার মুম্বই আইপিএল জিতেছে। ১৫৯টি ম্যাচ খেলে ১৫ বার রোহিত ম্যাচের সেরা হয়েছেন। তিনবার ডেকানের হয়ে। আর ১২বার মুম্বইয়ের হয়ে।

ডেভিড ওয়ার্নার
অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার একাই যেকোনও বোলিং অ্যাটাককে ধ্বংস করে দিতে পারেন। দিল্লির হয়ে আইপিএল খেলা শুরু করা ওয়ার্নার ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদে যান। ১১৪টি ম্যাচ খেলে তিনি ১৫ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ৫বার দিল্লির হয়ে। বাকী ১০বার হায়দরাবাদের হয়ে।

ইউসুফ পাঠান
রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমবার আইপিএল খেলা ইউসুফ পাঠান প্রথমবারই দলকে আইপিএল জেতান। তারপর ২০১১ সাল থেকে কলকাতায় খেলছেন। রাজস্থানের হয়ে ৯ বার ও কলকাতার হয়ে ৭ বার, অর্থাৎ মোট ১৬ বার আইপিএলে ম্যাচের সেরা হওয়া ইউসুফ ১৪৯টি ম্যাচ খেলেছেন।

এবি ডিভিলিয়ার্স
দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করা এবিডি ১২৯টি ম্যাচ খেলে ১৬ বার ম্যাচের সেরা হয়েছেন। ২ বার দিল্লির হয়ে। বাকী ১৪ বার ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে।

ক্রিস গেইল
ক্রিস্টোফার হেনরি গেইল ১০১টি ম্যাচ খেলে সবচেয়ে বেশি ১৮ বার ম্যাচের সেরা হয়েছেন। কলকাতার হয়ে প্রথমে আইপিএল অভিষেক হয় গেইলের। ১ বার কেকেআরের হয়ে ম্যাচের সেরা হয়েছেন গেইল। বাকী ১৭ বার পাঞ্জাবের হয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। এবছর কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে গেইলকে আইপিএল খেলতে দেখা যাবে।