For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন পথে ইডেনে ডেয়ারডেভিলস বধ নাইটদের, পড়ুন ম্যাচ হাইলাইটস একনজরে

দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে জরুরি জয় পেল কলকাতা নাইট রাইডার্স। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের গুরুত্বপূর্ণ হাইলাইটস।

  • |
Google Oneindia Bengali News

দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে জরুরি জয় পেল কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠে ২০০ রান করেছিল কলকাতা। জবাবে দিল্লি শেষ মাত্র ১২৯ রানে। দীনেশ কার্তিকের দল চার ম্যাচে দুটি জয় পেয়ে উঠে এল লিগ টেবলের দ্বিতীয় স্থানে। এদিন ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্স করলেন নাইটরা। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের গুরুত্বপূর্ণ হাইলাইটস।

কোন পথে ইডেনে ডেয়ারডেভিলস বধ নাইটদের, পড়ুন ম্যাচ হাইলাইটস

দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন।

কলকাতার ইনিংস

  • প্রথম ওভারে কোনও রান হল না। মেডেন নিলেন ট্রেন্ট বোল্ট।
  • তৃতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টের বলে ১ রানে আউট সুনীল নারিন।
  • পাঁচ ওভার শেষে কলকাতা ১ উইকেটে ৩২ রান।
  • ষষ্ঠ ওভার শেষে কলকাতা ৫০/১।
  • অষ্টম ওভারে শাহবাজ নাদিমের বলে ৩৫ রান করে আউট রবীন উথাপ্পা।
  • ১০ ওভার শেষে কলকাতা করে ৮৫ রান ২ উইকেটের বিনিময়ে
  • ১১.৪ বলে দলের স্কোর পৌঁছয় একশো-য়। ছক্কা মেরে দলকে শতরানে পৌঁছে দিলেন দীনেশ কার্তিক।
  • ১৫তম ওভার মহম্মদ শামির বলে ২২ রান নেন আন্দ্রে রাসেল নীতীশ রানা।
  • ১৭তম ওভারে আবার বল করতে এলেন মহম্মদ শামি। এবার দিলেন ২০ রান।
  • ১২ বলে ৪১ রান করে ট্রেন্ট বোল্টের বলে আউট আন্দ্রে রাসেল
  • ২০তম ওভারে উঠল মাত্র ১ রান। কলকাতা ২০০ রানে শেষ করল ৮ উইকেটের বিনিময়ে

দিল্লির ইনিংস

  • প্রথম ওভারে ১ রানে স্টাম্পড আউট হলেন জেসন রয়। বোলার পীযূষ চাওলা।
  • দ্বিতীয় ওভারের পঞ্চম বলে আন্দ্রে রাসেলের বলে ৪ রান করে আউট শ্রেয়স আইয়ার।
  • তৃতীয় ওভারের শেষ বলে শিবম মাভির বলে ৮ রানে আউট হলেন দিল্লি অধিনায়ক গৌতম গম্ভীর।
  • ষষ্ঠ ওভারে পঞ্চাশ রানের গণ্ডী পরোল দিল্লি।
  • নবম ওভারে ৪৩ রান করে কুলদীপ যাদবের বলে আউট হলেন ঋষভ পন্থ।
  • ১১তম ওভারে একশো রানের গণ্ডী পেরোল দিল্লি।
  • ২২ বলে ৪৭ রান করে কুলদীপ যাদবের বলে আউট গ্লেন ম্যাক্সওয়েল। দিল্লি ৬ উইকেট খোয়াল ১১৩ রানে।
  • ১২তম ওভারে সুনীল নারিনের ওভারে পড়ল ২ উইকেট।
  • ১৫তম ওভারে দিল্লি অলআউট ১২৯ রানে। কুলদীপ যাদবের বলে আউট ট্রেন্ট বোল্ট। কলকাতা জিতল ৭১ রানে।
English summary
IPL 2018 : DD vs KKR match highlights at Eden gardens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X