For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফাইনালে জ্বলে উঠলেন পাঠান, চেন্নাইকে ১৭৯ রানের টার্গেট হায়দরাবাদের

টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সম্মানজনক স্কোরে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। মিডল অর্ডারে নেমে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ইউসুফ পাঠান।

  • |
Google Oneindia Bengali News

টসে হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সম্মানজনক স্কোরে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। মিডল অর্ডারে নেমে ফাইনাল ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেন ইউসুফ পাঠান। পাঠানের ব্যাটিং তাণ্ডবে প্রথমদিকে কিছুটা পিছিয়ে থাকলেও শেষ অবধি লড়াই করার মতো স্কোরে পৌঁছে গেল কেন উইলিয়ামসনের দল। ৬ উইকেট খুইয়ে হায়দরাবাদ করল ১৭৮ রান। চেন্নাইকে ২০ ওভারে করতে হবে ১৭৯ রান।

চেন্নাইকে রানের টার্গেট হায়দরাবাদের

এদিন হাদরাবাদের হয়ে ওপেন করতে নামেন শ্রীবতস গোস্বামী ও শিখর ধাওয়ান। গোস্বামী ৫ রানে রান আউট হয়ে ফিরে যান। ধাওয়ানও বেশিক্ষণ টেঁকেননি। করেন ২৬ রান। অন্য ম্যাচের মতো এই ম্যাচেও রান পান অঝিনায়ক কেন উইলিয়ামসন। করেন ৩৬ বলে ৪৭ রান।

তিনি কর্ণ শর্মার বলে ধোনির হাতে স্টাম্প হয়ে ফিরে গেলে ইনিংস টানেন শাকিব আল হাসান (২৫) ও ইউসুফ পাঠান। টুর্নামেন্টের বাকী ম্যাচে পাঠান ভালো খেলতে না পারলেও ফাইনালে জ্বলে উছলেন। খেললেন ২৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস।

শেষদিকে কার্লোস ব্রেথওয়েট (১১ বলে ২১ রান) সঙ্গ দেন পাঠানকে। দুজনের সৌজন্যে ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে হায়দরাবাদ তোলে ১৭৮ রান।

চেন্নাইয়ের হয়ে দীপক চাহার ৪ ওভারে ২৫ রান দেন। লুঙ্গি এনগিডি ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।

English summary
IPL 2018 final : SRH scores 176 runs against CSK
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X