For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতা-দিল্লি এনকাউন্টার নিয়ে এমন খুঁটিনাটি তথ্য আপনি আগে জানতেন কি! মিলিয়ে নিন

ঘরের মাঠে আজ নাইটরা নামছে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। পরপর দুটি ম্যাচে হেরে বেশ চাপে রয়েছে দীনেশ কার্তিকের দল।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে আজ নাইটরা নামছে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে। পরপর দুটি ম্যাচে হেরে বেশ চাপে রয়েছে দীনেশ কার্তিকের দল। তার উপরে দিল্লি শেষ ম্যাচে জিতে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। গৌতম গম্ভীর এবছর দিল্লির অধিনায়ক। নতুন দল নিয়ে চেনা মাঠে প্রতিপক্ষ হয়ে নামবেন তিনি। কলকাতার একটাই ভরসার জায়গা। তা হল অতীত পরিসংখ্যান। গত দশবছরে দিল্লি দল সেভাবে কলকাতার মাথার উপরে চেপে বসতে পারেনি। বরং কলকাতা বরাবর অ্যাডভান্টেডে থেকেছে। যদিও টি২০তে সবকিছুই হতে পারে। তাও কলকাতার কিছুটা অ্যাডভান্টেজ তো রয়েইছে। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের গত দশ বছরের এনকাউন্টারের পরিসংখ্যান।

আইপিএল চ্যাম্পিয়ন

আইপিএল চ্যাম্পিয়ন

কলকাতা নাইট রাইডার্স দুবছর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। ২০১২ ও ২০১৪ সালে। এদিকে দিল্লি এখনও একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। কলকাতার হয়ে অধিনায়কত্ব করে দিল্লির বর্তমান অধিনায়ক গৌতম গম্ভীর দলকে চ্যাম্পিয়ন করেছেন। এখন দেখার তিনি দিল্লিকে কতদূর নিয়ে যেতে পারেন।

আইপিএল এনকাউন্টার

আইপিএল এনকাউন্টার

গত দশ বছরে মোট ১৯টি ম্যাচের ফলাফল হয়েছে। দুই দল মুখোমুখি হয়েছে যেখানে কলকাতা ১২টি ম্যাচে জিতেছে ও দিল্লি জিতেছে ৭টি ম্যাচে। অর্থাৎ কলকাতা অনেকটাই এগিয়ে রয়েছে।

শেষ পাঁচ এনকাউন্টার

শেষ পাঁচ এনকাউন্টার

শেষ পাঁচটি এনকাউন্টারে কলকাতা অনেক এগিযে রয়েছে। গৌতম গম্ভীরের নেতৃত্বে কলকাতা ৪টি ম্যাচ জিতেছে। অন্যদিকে দিল্লি ১টি ম্য়াচ জিতেছে। ফলে ইডেন ম্যাচে কেকেআর আত্মবিশ্বাস নিয়েই নামবে।

সর্বোচ্চ স্কোরার

সর্বোচ্চ স্কোরার

দিল্লির হয়ে কলকাতার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন নমন ওঝা। তিনি করেছেন ২৫৯ রান। এদিকে কলকাতার হয়ে দিল্লির বিরুদ্ধে রবীন উথাপ্পা সর্বোচ্চ স্কোরার। করেছেন মোট ৫৫১ রান।

সর্বোচ্চ উইকেটশিকারী

সর্বোচ্চ উইকেটশিকারী

কলকাতার হয়ে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে সবচেয়ে বেশি মোট ১৮টি উইকেট নিয়েছেন পীযূষ চাওলা। অন্যদিকে দিল্লির হয়ে অমিত মিশ্র সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছেন।

দুই দলে খেলোয়াড় বদল

দুই দলে খেলোয়াড় বদল

কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ডেয়ারডেভিলস দলে এমন সাতজন খেলোয়াড় রয়েছেন যারা বর্তমানে যে দলে খেলছেন, আগে তার উল্টো দলে খেলেছেন। যেমন দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল আগে দিল্লির হয়ে খেলেছেন। এখন কলকাতার হয়ে খেলছেন। এদিকে গৌতম গম্ভীর, কলিন মুনরো, মহম্মদ শামি, ট্রেন্ট বোল্ট, সায়ন ঘোষরা কলকাতার হয়ে আগে খেলেছেন। এখন দিল্লির হয়ে খেলছেন।

English summary
IPL 2018 : Kolkata Knight Riders vs Delhi Daredevils encounter facts you should know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X