For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে সহজ টার্গেটও তাড়া করতে পারল না দিল্লি, ম্যাচ জিতে লিগ শীর্ষে পঞ্জাব

কিংস ইলেভেন পঞ্জাবের করা মাত্র ১৪৩ রান তাড়া করতে নেমে ৪ রানে ম্যাচ হারল গৌতম গম্ভীরের দল।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে নিতান্ত সাধারণ টার্গেটও তাড়া করে জিততে পারল না দিল্লি ডেয়ারডেভিলস। কিংস ইলেভেন পঞ্জাবের করা মাত্র ১৪৩ রান তাড়া করতে নেমে ৪ রানে ম্যাচ হারল গৌতম গম্ভীরের দল। একমাত্র লড়াই করলেন শ্রেয়স আইয়ার। তবে তাঁর করা ৫৭ রান দিল্লিকে জেতাতে পারল না। শেষবলে প্রয়োজন ছিল ৫ রান। তবে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরত গেলেন শ্রেয়স। ম্যাচ জিতে লিগ শীর্ষে চলে গেল প্রীতি জিন্টার দল।

দিল্লির বিরুদ্ধে ম্যাচ জিতে লিগ শীর্ষে পঞ্জাব

রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি দিল্লি। পৃথ্বী শ-কে নিয়ে নামেন গম্ভীর। তবে তিনি বেশিক্ষণ টেঁকেননি। পৃথ্বী ১০ বলে আক্রমণাত্মক ২২ রানের ইনিংস খেলে ফেরত যান। তারপরে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনিও ১০ বলে ১২ রান করে আউট হন।

গৌতম গম্ভীর ১৩ বলে ৪ রান করে আউট হন। এদিন খেলতে পারেননি আগের ম্যাচে দিল্লি ব্যাটিংকে টানা ঋষভ পন্থও। তিনি ফেরেন মাত্র ৪ রানে। বিদেশি অলরাউন্ডার ড্যান ক্রিশ্চিয়ানও ১১ বলে ৬ রানের বিরক্তিকর ইনিংস খেলেন।

শেষদিকে রাহুল তেওটিয়া ২১ বলে ২৪ রান করেন। কার্যকরী ৪৭ রানের পার্টনারশিপ গড়েন শ্রেয়স আইয়ারের সঙ্গে। আইয়ার ৪৫ বলে ৫৭ রানের ইনিংস খেলে দলকে টানেন। তবে শেষ অবধি তিনিও জেতাতে পারেননি।

শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রানের। একটি ছয়, একটি চার ও একটি দুই রান নেন শ্রেয়স। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রানের। তবে ছয় হাঁকাতে গিয়ে শেষ বলে আউট হয়ে ফেরেন তিনি। ফলে দিল্লি ৮ উইকেটে ১৩৯ রানে থেমে যায়।

এদিন টসে জিতে ঘরের মাঠে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন গৌতম গম্ভীর।পঞ্জাবের হয়ে লোকেশ রাহুলের সঙ্গে ওপেন করতে নামেন অ্যারন ফিঞ্চ। তবে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়ে ২ রানে ফিরে যান। রাহুল ভালো শুরু করেও ১৫ বলে ২৩ রান করে ফেরত যান। ময়াঙ্ক আগরওয়াল (২১ রান), করুণ নায়ার (৩৪ রান), ডেভিড মিলাররা (২৬ রান) রান পেলেও যুবরাজ সিং ফের এদিন ব্যর্থ হন। করেন মাত্র ১৪ রান। সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে।

চার রানে এই ম্যাচ হারের পর ছয় ম্যাচ খেলে দিল্লি ২ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সবার শেষে রইল। পঞ্জাব ম্যাচ জিতে ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে চলে গেল।

English summary
IPL 2018, Kings XI Punjab beat Delhi Daredevils by 4 runs at Feroz Shah Kotla Stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X