For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সম্মানের লড়াইয়ে ফের বাজিমাত ধোনির চেন্নাইয়ের, জানুন ম্যাচের গুরুত্বপূর্ণ হাইলাইটস একনজরে

চিপক স্টেডিয়ামে সম্মান রক্ষার লড়াইয়ে শেষপর্যন্ত হার মানতে হল কলকাতাকে। একনজরে জেনে নেওয়া যাক ম্যাচের নির্বাচিত হাইলাইটস অংশ।

  • |
Google Oneindia Bengali News

চিপক স্টেডিয়ামে সম্মান রক্ষার লড়াইয়ে শেষপর্যন্ত হার মানতে হল কলকাতাকে। ২০২ রান বোর্ডে তুলেও ম্যাচ হারল দীনেশ কার্তিকের ছেলেরা। মহেন্দ্র সিং ধোনির দল অসাধারণ ব্যাটিং করে ম্যাচ পকেটে পুরে নিল। এদিন সিএসকে দারুণ ব্যাট করলেও কলকাতার বোলাররা ছন্দ ধরে রাখতে পারেননি। ফলে দ্বিতীয় ম্যাচেই তাল কেটে গেল। একনজরে জেনে নেওয়া যাক ম্যাচের নির্বাচিত হাইলাইটস অংশ।

কেকেআর বনাম সিএসকে ম্যাচের হাইলাইটস একনজরে

এদিন চেন্নাই অধিনায়ক ধোনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

কলকাতার ইনিংস

প্রথম ওভারে দীপক চাহারের বলে ১৮ রান নেন সুনীল নারিন।

দ্বিতীয় ওভারে হরভজন সিংয়ের বলে ৪ বলে ১২ রান করে ফেরেন নারিন।

৫ ওভারে ৪৭ রান তোলে কলকাতা নাইট রাইডার্স।

ষষ্ঠ ওভারে জাদেজাকে মারতে গিয়ে লিন ২৬ রানে আউট হয়ে ফেরেন

নবম ওভারে রবীন উথাপ্পা ২৯ রানে রান আউট হয়ে ফেরে

কলকাতা ১০ ওভারে ৮৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে

১২তম ওভারে ১০০ রান বোর্ডে তোলে কলকাতা

২৬ বলে অর্ধশতরান পূর্ণ করেন আন্দ্রে রাসেল

১৭তম ওভারে দেড়শো রানের গণ্ডী পেরোয় কলকাতা।

২০ ওভারে ২০২ রান তোলে কেকেআর। ৩৬ বলে ৮৮ রান করে অপরাজিত থাকেন রাসেল।

চেন্নাইয়ের ইনিংস

প্রথম ওভারেই ১৬ রান বোর্ডে তোলে চেন্নাই।

দুই ওভারে বোর্ডে ওঠে ৩০ রান।

৩.৪ ওভারে বোর্ডে ৫০ রান তুলে ফেলে চেন্নাই।

৫ ওভারে শ্যেন ওয়াটসন ও অম্বাতি রায়াডুর জুটি তোলে ৬৩ রান।

৫.৫ ওভারে ১৯ বলে ৪২ রান করে আউট হন ওয়াটসন। চেন্নাইেয়র তখন ৭৫ রান।

৮.৩ ওভারে রায়াডু ২৬ বলে ৩৯ রান করে ফেরেন।

১১ ওভারে ১০০ রান তোলে চেন্নাই।

১৫ ওভারে ১৪৫ তোলে চেন্নাই। শেষ পাঁচ ওভারে প্রয়োজন ছিল ৫৮ রান।

শেষ চার ওভারে প্রয়োজন ছিল ৫১ রান। ১৬ ওভারে ১৫২/৩ রান তখন চেন্নাইয়ের।

দুরন্ত খেলে ২১ বলে অর্ধশতরান পূরণ করেন স্যাম বিলিংস। শেষপর্যন্ত ২৩ বলে ৫৬ রান আউট হন।

শেষদিকে জাদেজা ও ব্র্যাভো জুটি শেষ দুই ওভারে ২৭ রান তুলে দেয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭ রানের। প্রথম বলে ফ্রি হিট বল দিয়ে তাতে ছক্কা খান বিনয় কুমার। ব্যস সেখানেই ম্যাচ জেতার আশা শেষ হয় কেকেআরের।

English summary
IPL 2018 : KKR vs CSK match highlights at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X