For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কীভাবে রাজস্থানের বিরুদ্ধে মধুর জয় তুলে নিল কলকাতা, পড়ুন ম্যাচ হাইলাইটস একনজরে

ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে রাজস্থানের বিরুদ্ধে মধুর জয় তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। ১৬০ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পেলে দীনেশ কার্তিকের দল। দেখে নিন ম্যাচ হাইলাইটস-এর গুরুত্বপূর্ণ অংশ

  • |
Google Oneindia Bengali News

ব্যাটে-বলে বিক্রম দেখিয়ে রাজস্থানের বিরুদ্ধে মধুর জয় তুলে নিলেন কলকাতা নাইট রাইডার্সের বোলাররা। ১৬০ রান তাড়া করতে নেমে ৭ উইকেটে জয় পেলে দীনেশ কার্তিকের দল। ৭ বল বাকী থাকতেই রাজস্থানকে হারিয়ে আইপিএল গ্রুপ তালিকার শীর্ষে চলে গেল কলকাতা নাইট রাইডার্স। এদিন কীভাবে রাজস্থানের বিরুদ্ধে জয় পেল কলকাতা। দেখে নিন ম্যাচ হাইলাইটস-এর গুরুত্বপূর্ণ অংশ একনজরে।

কীভাবে রাজস্থানের বিরুদ্ধে জিতল কলকাতা, পড়ুন হাইলাইটস

রাজস্থান ব্যাটিং

  • কেকেআর এর হয়ে বোলিং ওপেন করলেন পীযূষ চাওলা।
  • তিন ওভারে রাজস্থান করল ৯ রান।
  • চতুর্থ ওভার বল করতে এলেন সুনীল নারিন। চার বলে চারটি চার মারলেন রাহানে। এই ওভারে সুনীল দিলেন ১৮ রান।
  • ৫ ওভার শেষে রাজস্থান ৪০রান বিনা উইকেটে।
  • ৬.৫ ওভারের মাথায় পড়ল প্রথম উইকেট। নীতীশ রানার ওভারে দীনেশ কার্তিকের হাতে রান আউট রাহানে (৩৫ রান)।
  • ৮.৪ ওভারের মাথায় মাভির বলে ৭ রানে আউট স্যামসন।
  • ১০ ওভার শেষে রাজস্থান করল ২ উইকেটে ৭১ রান।
  • কুলদীপের বলে কভারে রাসেলের হাতে ক্যাচ আউট রাহুল ত্রিপাঠী। চতুর্থ উইকেট পড়ল রাজস্থানের। ১৪ ওভার শেষে রান ১০৬।
  • ১৯ ওভারের মাথায় দেড়শো রানের গণ্ডী পেরোল রাজস্থান রয়্যালস।
  • ২০তম ওভার শেষে রাজস্থান করল ১৬০/৮।

কেকেআর ইনিংস

  • প্রথম ওভার বল করতে এলেন কৃষ্ণাপ্পা গৌতম। তৃতীয় বলে শূন্য রানে আউট ক্রিস লিন।
  • ৫ ওভার শেষে কলকাতার রান ৪০/১।
  • ষষ্ঠ ওভারের শেষ বলে গোপালকে ছক্কা হাঁকিয়ে কেকেআর-এর স্কোর পঞ্চাশ পার করলেন উথাপ্পা।
  • ১০ ওভার শেষে কলকাতার রান ৮৭/২।
  • ১২.৩ ওভারে গৌতমের বলে ৪৮ রানে আউট উথাপ্পা।
  • ১৩তম ওভারে একশো রানের গণ্ডী পেরোল কলকাতা।
  • ১৫ ওভার শেষে কলকাতা করল ১২১ রান। শেষ পাঁচ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ৪০ রান।
  • ১৮ ওভার শেষে ১৫১ রান করে কলকাতা। শেষ ১২ বলে ম্যাচ জিততে প্রয়োজন ছিল মাত্র ১০ রানের।
  • ১৯তম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে কলকাতাকে জিতিয়ে দিলেন দীনেশ কার্তিক। নিজে ৪২ রানে ও নীতীশ রানা ৩৫ রানে অপরাজিত থাকলেন।
English summary
IPL 2018 : KKR vs RR match highlights at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X