For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হারা ম্যাচে একা লড়লেন রাহুল, নিঃশব্দে ছাপিয়ে গেলেন বিরাটদের

ভরসার মর্যাদা রাখলেন রাহুল। হারা ম্যাচে একা কুম্ভ হয়ে লড়লেন। তবে দলের হার অবশ্য এড়াতে পারেননি তিনি।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের শুরুতেই ১৪ বলে অর্ধশতরান করে জানিয়ে দিয়েছিলেন তিনি তৈরি। তারপরে একেরপর এক ম্যাচে রান করে পঞ্জাবকে ভরসা জুগিয়েছেন কেএল রাহুল। ক্রিস গেইলের দলে অন্তর্ভুক্তির পরও টিম ম্যানেজমেন্টের ভরসা তাঁর উপর থেকে এতটুকু কমেনি। এদিনও ফের সেই ভরসার মর্যাদা রাখলেন রাহুল। হারা ম্যাচে একা কুম্ভ হয়ে লড়লেন। তবে দলের হার অবশ্য এড়াতে পারেননি তিনি।

হারা ম্যাচে একা লড়লেন রাহুল, নিঃশব্দে ছাপিয়ে গেলেন বিরাটদের

রাজস্থান রয়্যালসের করা ১৫৮ রান তাড়া করতে নেমে পঞ্জাব ৭ উইকেটে ১৪৩ রানে থামল। তবে কেএল রাহুল ৭০ বলে ৯৫ রানে অপরাজিত রইলেন। আইপিএলে নিজের সর্বোচ্চ স্কোরে যেমন পৌঁছে গেলেন তেমনই নিঃশব্দে বিরাট কোহলি, অম্বাতি রায়াডুদের ছাপিয়ে আইপিএলের এবছরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেলেন।

১০ ম্যাচ খেলে ৫৮.৮৭ গড়ে ৪৭১ রান করেছেন রাহুল। স্ট্রাইক রেট ১৫৬.৪৭। তাঁর পিছনে রয়েছেন অম্বাতি রায়াডু। তিনি ১০ ম্যাচ খেলে ৪২৩ রান করেছেন ৪২.৩০ গড়ে। তৃতীয় স্থানে রয়েছেন কেন উইলিয়ামসন। সমসংখ্যক ম্যাচে ৪১০ রান করেছেন তিনি।

এদিন রাহুলকে আর কোনও সতীর্থ ব্যাটসম্যান পার্টনারশিপ করে সাহায্য করেননি। ক্রিস গেইল, রবিচন্দ্রণ অশ্বিন, করুণ নায়ার, আকাশদীপ নাথ, মনোজ তিওয়ারী, অক্ষর প্যাটেল-রা কেউই দুই অঙ্কের স্কোরেও পৌঁছতে পারেননি।

এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও একদিনের ম্যাচের দল ঘোষণা হয়েছে। দুটি দলেই জায়গা পেয়েছেন কেএল রাহুল। যে ফর্মে তিনি রয়েছেন তাতে ইংল্যান্ডের মাঠে সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার আইপিএলে বাকী ম্যাচগুলিতে তিনি কী করেন।

English summary
IPL 2018 : Lone warrior KL Rahul smashes unbeaten 95 against Rajasthan Royals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X