For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে ফের জিততে নামছে ব্যাঙ্গালোর, কতটা প্রতিরোধ গড়তে পারবে রাজস্থান! পড়ুন ম্যাচ প্রিভিউ

ফের একবার ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে জেতার লক্ষ্যে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

  • |
Google Oneindia Bengali News

প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দারুণ লড়াই করে জয় ছিনিয়ে নিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

ঘরের মাঠে ফের জিততে নামছে ব্যাঙ্গালোর, আটকাতে পারবে রাজস্থান

বিরাট নিজে ব্যাট হাতে আহামরি কিছু না পারলেও এবি ডিভিলিয়ার্স ব্যাট হাতে ফর্মে ফিরেছেন। অসাধারণ অর্ধশতরান করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছেন।

ওপেনিংয়ে কুইন্টন ডি কক ও ব্রেন্ডন ম্যাককালাম রয়েছেন। দুজনেই আক্রমণাত্মক ব্যাটসম্যান। ম্যাককালামকে প্রথম দুটো ম্যাচে একটু ছন্নছাড়া মনে হয়েছে। দ্বিতীয় ম্যাচে তো প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন। বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচে শুরুটা খারাপ করেননি। তবে আফগান বোলার মুজির উর রহমানের স্পিনে বোল্ড হয়ে ফিরেছেন।

বাকী ব্যাটসম্যানদের মধ্যে সরফরাজ খান, মনদীপ সিংরা এখনও ভালো করে সুযোগ পাননি। আরসিবি বোলিংকে দুর্বল বলা হলেও আগের ম্যাচে উমেশ যাদবের বিধ্বংসী বোলিং পাঞ্জাবকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এছাড়াও যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, কুলবন্ত খেজরোলিয়ারা নিজেদের মতো করে চেষ্টা করে চলেছেন। ব্যাটিং নির্ভর আরসিবি-র প্রথম চার ব্যাটসম্যানের মধ্যে দুজনের ব্যাট চললেই ম্যাচ পকেটে চলে আসতে পারে। এই ম্যাচে আগের জয়ী একাদশ অপরিবর্তিত রাখতে পারে আরসিবি।

অন্যদিকে রাজস্থানও সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে প্রথম ম্যাচে হারের পরে দিল্লির বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয় পেয়েছে। ব্যাটিং-বোলিং কোনওটাই আহামরি হচ্ছে না রাজস্থানের। অধিনায়ক অজিঙ্ক রাহানে নিজে রান পেলেও টি২০ ধাঁচে চালিয়ে খেলতে পারছেন না। একমাত্র সঞ্জু স্যামসন মিডল অর্ডারে ভরসা জুগিয়ে চলেছেন।

এছাড়া বেন স্টোকস, রাহুল ত্রিপাঠী, জোস বাটলার, ডি শর্ট কেউই বড় রান করতে পারেননি প্রথম দুটি ম্যাচে। বোলিংয়েও আইপিএলের নিলামে সাড়া ফেলা জয়দেব উনাদকাট তেমন প্রভাব ফেলতে পারেননি। এছাড়া অভিজ্ঞ ধবল কুলকার্নি, বেন লাফলিন, কৃষ্ণাপ্পা গৌতম, বেন স্টোকসরা নিয়মিত উইকেট তোলা রপ্ত করতে পারেননি। তবে আশা করা যায়, দিল্লি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়ে আরসিবি ম্যাচে তা কাজে লাগাবে রাজস্থান।

চিন্নাস্বামীর পিচে অনেক রান উঠবে। কোহলিরা এই বোলিং লাইন আপকে ছিঁড়ে খেতে পারেন। সেটা মাথায় রেখেই দল সাজাতে হবে রাহানেকে। দলে বিশেষ পরিবর্তন না হলেও ব্যাটিং-বোলিং দুটোই সর্বোচ্চ পর্যায়ে না করলে আরসিবি-র বিরুদ্ধে জেতা কঠিন হয়ে দাঁড়াবে।

ঘরের মাঠে ফের জিততে নামছে ব্যাঙ্গালোর

ব্যাঙ্গালোর দল

বিরাট কোহলি, মঈন আলি, কোরি অ্যান্ডারসন, মুরুগান অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অনিকেত চৌধুরী, কলিন ডি গ্র্যান্ডহোম, কুইন্টন ডি কক, পবন দেশপাণ্ডে, এবি ডিভিলিয়ার্স, অনিরুদ্ধ জোশী, সরফরাজ খান, কুলবন্ত খেজরোলিয়া, ব্রেন্ডন ম্যাককালাম, মনদীপ সিং, মহম্মদ সিরাজ, পবন নেগি, পার্থিব প্যাটেল, নবদীপ সাইনি, টিম সাউদি, মনন ভোহরা, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব

কতটা প্রতিরোধ গড়তে পারবে রাজস্থান

রাজস্থান দল

অজিঙ্ক রাহানে, অঙ্কিত শর্মা, সঞ্জু স্যামসন, বেন স্টোকস, ধবল কুলকার্নি, জোফ্রা আর্চার, ডি শর্ট, দুষ্মন্ত চামিরা, স্টুয়ার্ট বিনি, শ্রেয়স গোপাল, সুদেশন মিধুন, জয়দেব উনাদকাট, বেন লাফলিন, প্রশান্ত চোপড়া, কৃষ্ণাপ্পা গৌতম, মাহিপাল লোমরোর, যতীন সাক্সেনা, অনুরীত সিং, আর্যমান বিড়লা, জোস বাটলার, হেনরিক ক্লাসেন, জাহির খান, রাহুল ত্রিপাঠী

English summary
IPL 2018 : Match 11 : Rajasthan Royals vs Royal Challengers Bangalore match preview report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X