For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাজিত চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় জয়ের খোঁজে পাঞ্জাব, পড়ুন ম্যাচ প্রিভিউ রিপোর্ট

রবিবার ফের মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে খেলতে নামছে রবিচন্দ্রণ অশ্বিনের পাঞ্জাব। শক্তিশালী চেন্নাই সুপার কিংসের সঙ্গে রয়েছে খেলা।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসকে দিয়ে আইপিএলের জয়যাত্রা শুরু হলেও আরসিবি-র বিরুদ্ধে চিন্নাস্বামীতে গিয়ে অ্যাওয়ে ম্যাচে হেরে ফিরতে হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাবকে। রবিবার ফের মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে খেলতে নামছে রবিচন্দ্রণ অশ্বিনের পাঞ্জাব। শক্তিশালী চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলা হলেও জয় ছাড়া কিছুই ভাবছে না অশ্বিনবাহিনী।

চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে দ্বিতীয় জয়ের খোঁজে পাঞ্জাব

আরসিবি ম্যাচে একমাত্র মোহিত শর্মা বাদে বাকী বোলাররা ভালো বল করেছেন। মাত্র ১৫৫ রানের টার্গেট দিলেও শেষ ওভার পর্যন্ত আরসিবি-কে টেনে নিয়ে গিয়েছেন। বল হাতে দলকে নেতৃত্বে দিয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন।

এদিকে ব্যাটিংও খুব একটা খারাপ নয় পাঞ্জাবের। লোকেশ রাহুল দারুণ ফর্মে রয়েছেন। ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে জ্বলে উঠতেই পারেন রাহুল। এছাড়া অ্যারন ফিঞ্চ, ময়াঙ্ক আগরওয়াল, যুবরাজ সিং, করুণ নায়ার সমৃদ্ধ পাঞ্জাব ব্যাটিংয়ের লেজ অনেক বড়। আট নম্বরে ব্যাট করতে আসেন রবি অশ্বিন। যদিও চেন্নাইয়ের বিরুদ্ধে মূলত লড়াই হতে পারে পাঞ্জাব বোলাদের সঙ্গে সিএসকে-র ব্যাটসম্যানদের।

এদিকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই দুটি ম্যাচে নেমে দুটিতেই জয় পেয়েছে। প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স ও পরের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে নাটকীয়ভাবে হারিয়েছে চেন্নাই। এই দলে ইমরান তাহির, শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডু, সুরেশ রায়না, এমএস ধোনি, ডোয়েন ব্র্যাভো, হরভজন সিংয়ের মতো অভিজ্ঞরা রয়েছেন। আগের ম্যাচে ওয়াটসন, রায়াডুরা দারুণ ব্যাটিং করেছেন। শেষদিকে স্যাম বিলিংস বিধ্বংসী খেলে ম্যাচ বের করে নিয়েছেন।

এছাড়া রয়েছেন ডোয়েন ব্র্যাভোর মতো কার্যকরী খেলোয়াড়। যিনি ব্যাট ও বল দুটো হাতেই দলের জয়ে মুখ্য ভূমিকা নিচ্ছেন। ফলে চেন্নাইকে হারানো সহজ হবে না পাঞ্জাবের পক্ষ্যে। একটাই আশার কথা, চেন্নাইয়ের বোলিং ততোধিক আহামরি নয়। হরভজন, ওয়াটসনরা বল হাতে এখনও ভেল্কি দেখাতে পারেননি। সেই জায়গাতেই আক্রমণ হানতে হবে পাঞ্জাবকে।

চেন্নাইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে

সিএসকে দল

এমএস ধোনি (অধিনায়ক), ইমরান তাহির, স্যাম বিলিংস, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, নারায়ণ জগদীশন, সুরেশ রায়না, কেএম আসিফ, শার্দুল ঠাকুর, ধ্রুব শোরে, ফ্যাফ ডু প্লেসি, মনু কুমার, ডোয়েন ব্র্যাভো, ক্ষীতীশ শর্মা, চৈতন্য বিষ্ণোই, কর্ণ শর্মা, লুঙ্গি এনডিগি, কনিষ্ক শেঠ, শ্যেন ওয়াটসন, অম্বাতি রায়াডু, হরভজন সিং, কেদার যাদব, মিচেল স্যান্টনার, মার্ক উড

দ্বিতীয় জয়ের খোঁজে পাঞ্জাব

কিংস ইলেভেন পাঞ্জাব

রবিচন্দ্রণ অশ্বিন, আকাশদীপ নাথ, ময়ঙ্ক আগরওয়াল, ময়ঙ্ক ডগর, বেন ডরশুয়িস, অ্যারন ফিঞ্চ, ক্রিস গেইল, মনজুর ডর, ডেভিড মিলার, মুজিব উর রহমান, করুণ নায়ার, অক্সর প্যাটেল, লোকেশ রাহুল, অঙ্কিত রাজপুত, প্রদীপ সাহু, মোহিত শর্মা, বারিন্দর স্রন, মার্কাস স্টইনিস, মনোজ তিওয়ারী, অ্যান্ড্রু টাই, যুবরাজ সিং

English summary
IPL 2018 : Match 12 : Kings XI Punjab to take on Chennai Super Kings at Mohali, Read the match preview report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X