For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যাঙ্গালোর বনাম মুম্বই ম্যাচের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনার হাইলাইটস একনজরে

একনজরে দেখে নেওয়া যাক আরসিবি বনাম মুম্বই ম্যাচের হাইলাইটস পয়েন্ট।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠে এই মরশুমের প্রথম জয় পেল মু্ম্বই ইন্ডিয়ান্স। আরসিবিকে ৪৬ রানে হারিয়ে আইপিএলে জয়ের খাতা খুলল রোহিত শর্মার দল। এদিন দুই দলের অধিনায়কই অনবদ্য ব্যাট করেছেন। রোহিত ৯৪ রান করলে পাল্টা বিরাট কোহলিও ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তবে শেষ অবধি জয় পেয়েছে মুম্বই। বিরাটকে অসাধারণ লড়েও খালি হাতে ফিরচে হচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক আরসিবি বনাম মুম্বই ম্যাচের হাইলাইটস পয়েন্ট।

ব্যাঙ্গালোর বনাম মুম্বই ম্যাচের হাইলাইটস একনজরে

মুম্বই ইনিংস

  • ম্যাচের প্রথম ওভারে উমেশ যাদবের প্রথম বলে বোল্ড সূর্যকুমার যাদব।
  • উমেশ যাদবের দ্বিতীয় বলে বোল্ড ইশান কিষণ।
  • ৪.৪ ওভারে দলের অর্ধশতরান পূর্ণ হয় মুম্বইয়ের।
  • ৮.৪ ওভারের মাথায় যুজবেন্দ্র চাহালকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন এভিন লিউয়িস।
  • ১০.৩ ওভারে একশো রান পেরিয়ে যায় মুম্বই।
  • কোরি অ্যান্ডারসনের বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এভিন লিউয়িস। করেন রান।
  • ১৪.৩ ওভারের মাথায় ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মা।
  • ১৬.৪ ওভারে দেড়শো রানের গণ্ডী টপকে যায় মুম্বই ইন্ডিয়ান্স।
  • ১৯.৫ ওভারের মাথায় ৯৪ রান করে আউট রোহিত শর্মা।
  • শেষ বলে চার হাঁকিয়ে দলের স্কোর ২১৩ রানে পৌঁছে দেন হার্দিক পান্ডিয়া।

ব্যাঙ্গালোরের ইনিংস

  • ওপেন করতে নামেন বিরাট কোহলি ও কুইন্টন ডি কক। প্রথম চার ওভারে ওঠে ৪০ রান।
  • ৪.১ ওভারের মাথায় ১৯ রানে আউট ডি কক।
  • ৪.৪ ওভারের মাথায় ১ রানে মিচেল ম্যাকক্লেনেঘনের বলে আউট এবি ডিভিলিয়ার্স।
  • ৪.৩ ওভারে ৫০ রানের গণ্ডী পেরিয়ে যায় আরসিবি।
  • দশম ওভারে ক্রুণাল পান্ডিয়ার বলে পরপর আউট মনদীপ সিং ও কোরি অ্যান্ডারসন।
  • ১৩.১ ওভারে মার্কণ্ডেয়র বলে ছ্ক্কা হাঁকিয়ে দলের স্কোর একশো রানে পৌঁছে দেন কোহলি।
  • ১৪.৩ বলের মাথায় হার্দিক পান্ডিয়ার বলে সিঙ্গলস নিয়ে অর্ধশতরান পূর্ণ করেন কোহলি।
  • ১৮তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে জসপ্রীত বুমরাহ উইকেট নেন। আউট করেন ক্রিস ওকস ও উমেশ যাদবকে।
  • শেষ ওভারে বুমরাহকে একটি চার ও ছয় হাঁকিয়ে ৯২ রানে অপরাজিত থাকেন কোহলি। মুম্বই ম্যাচ জেতে ৪৬ রানে।
English summary
IPL 2018 : Match 14 : MI vs RCB match highlights at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X