For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চনমনে পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে আত্মবিশ্বাসী কেকেআর, পড়ুন ম্যাচ প্রিভিউ

শুক্রবার ঘরের মাঠে ইডেনে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স।

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার ঘরের মাঠে ইডেনে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে অসাধারণ শুরু করেছে কিংস ইলেভেন পঞ্জাব। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ক্রিস গেইলের অসাধারণ শতরানে ১৫ রানে জয় পেয়েছে রবিচন্দ্রণ অশ্বিনের দল। চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে এই মুহূর্তে চার নম্বরে রয়েছে পঞ্জাব। এদিকে গ্রুপ শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স ৫ ম্যাচ খেলে ৬ পয়েন্ট পেয়েছে। রান রেটে এগিয়ে থাকায় কলকাতা সবার উপরে রয়েছে।

চনমনে পঞ্জাবের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে আত্মবিশ্বাসী কেকেআর

কিংস ইলেভেন পঞ্জাবের টিম মেন্টর বীরেন্দ্র শেহওয়াগ। তিনি দলকে সবরকম ছাড় দিয়ে রেখেছেন। যে যেভাবে খেলেন, তিনি সেইভাবে নিজের খেলা চালিয়ে যেতে পারেন। আর এই ছাড় দেওয়াই পঞ্জাবের খেলা খুলে দিয়েছে। সঙ্গে রয়েছে ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং। ফলে আরও ভয়ঙ্কর দেখাচ্ছে পঞ্জাবকে।

ক্রিস গেইল দুবছর কলকাতার হয়ে খেলেছেন। বরাবরই কেকেআর-এর বিরুদ্ধে গেইলের রেকর্ড ভালো। একটি শতরানও রয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে যেভাবে শতরান করেছেন, সেই মেজাজে তিনি জ্বলে উঠলে ম্যাচ বের করা কঠিন হয়ে যাবে কলকাতার পক্ষে।

পঞ্জাব দলের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। গেইলের পাশাপাশি ছন্দে রয়েছেন কেএল রাহুল, করুণ নায়াররা। এছাড়া যুবরাজ সিং, অ্যারন ফিঞ্চরা যেকোনও সময় ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। এছাড়া বোলিংয়ে অশ্বিনের অভিজ্ঞতার পাশাপাশি অক্সর প্যাটেল, মোহিত শর্মা, বারিন্দর স্রনরা রয়েছেন। ফলে সবমিলিয়ে পঞ্জাব যথেষ্ট ব্যালান্সড দল।

কলকাতার বোলিং আক্রমণ মূলত স্পিন নির্ভর। কলকাতার মাঠে এটাই সবচেয়ে বড় অস্ত্র হতে চলেছে দীনেশ কার্তিকের দলের। তিন স্পিনার সুনীল নারিন, পীযূষ চাওলা ও কুলদীপ যাদব ভালো ফর্মে রয়েছেন। আগের ম্যাচে কুলদীপ ও চাওলা দারুণ বল করেছেন। নারিন মার খেয়েছেন। তবে নারিন কলকাতার মাঠে বরাবর সফল। তাই তিনি সঠিক সময়ে ফর্মে ফিরে আসবেন।

ব্যাটিংয়েও ওপেনিং বাদে মিডল অর্ডার ভালো ফর্মে রয়েছে। রবীন উথাপ্পা, নীতীশ রানা, দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেলরা দারুণ খেলছেন। পেস বোলিং আক্রমণে শিবম মাভি সম্ভাবনা দেখিয়েছেন। টম কারান ও অন্যান্যরা কিছুটা সঙ্গ দিলে বোলিং বিভাগও বিপক্ষকে কাঁপিয়ে দিতে পারে। এই অবস্থায় ঘরের মাঠে তৃতীয় জয়ের খোঁজে শনিবার নামছে কলকাতা নাইট রাইডার্স।

কলকাতা নাইট রাইডার্স দল

কলকাতা নাইট রাইডার্স দল

দীনেশ কার্তিক (অধিনায়ক), পীযূষ চাওলা, টম কুরান, ক্যামেরন দেলপোর্ট, ইশাঙ্ক জাগ্গি, মিচেল জনসন, কুলদীপ যাদব, ক্রিস লিন, সুনীল নারিন, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, জেভন সার্লেস, শিবম মাভি, শুভমান গিল, রিঙ্কু সিং, রবীন উথাপ্পা, বিনয় কুমার, অপূর্ব ওয়াংখেড়ে

কিংস ইলেভেন পাঞ্জাব দল

কিংস ইলেভেন পঞ্জাব দল

রবিচন্দ্রণ অশ্বিন, আকাশদীপ নাথ, ময়ঙ্ক আগরওয়াল, ময়ঙ্ক ডগর, বেন ডরশুয়িস, অ্যারন ফিঞ্চ, ক্রিস গেইল, মনজুর ডর, ডেভিড মিলার, মুজিব উর রহমান, করুণ নায়ার, অক্সর প্যাটেল, লোকেশ রাহুল, অঙ্কিত রাজপুত, প্রদীপ সাহু, মোহিত শর্মা, বারিন্দর স্রন, মার্কাস স্টইনিস, মনোজ তিওয়ারী, অ্যান্ড্রু টাই, যুবরাজ সিং

English summary
IPL 2018 : Match 18 : Kolkata Knight Riders to play Kings XI Punjab at Eden Gardens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X