For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামছে পঞ্জাব, অশ্বিনরা হারলে আরও জমে যাবে প্লে-অফ

এদিন মুম্বই জেতা মানে প্লে অফের রাস্তা কঠিন হয়ে যাবে পঞ্জাবের সামনে। আর রোহিত শর্মার দল হারা মানে প্লে-অফ থেকে বিদায় নেবে।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলে এখন যে কটি খেলা চলছে, তার মধ্যে প্রতিদিনই কোনও না কোনও দলের কাছে ম্যাচটি নক আউট পর্যায়ের। আজ যেমন ওয়াংখেড়ের মাঠে প্লে-অফের ম্যাচ রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে কিংস ইলেভেন পঞ্জাবের। এদিন মুম্বই জেতা মানে প্লে অফের রাস্তা কঠিন হয়ে যাবে পঞ্জাবের সামনে। আর রোহিত শর্মার দল হারা মানে প্লে-অফ থেকে বিদায় নেবে।

আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামছে পঞ্জাব, অশ্বিনরা হারলে আরও জমে যাবে প্লে-অফ

মুম্বই ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স প্লে অফে উঠবে না এমনটা ধরে নেওয়া হয়েছিল। তবে শেষ অবধি প্লে অফের খেলা জমিয়ে দিয়েছে রোহিতের দল। কলকাতাকে পরপর দুটি ম্যাচে হারিয়ে শেষ ম্যাচে অবশ্য হেরে গিয়েছে। রান রেটও খুব ভালো (+০.৪০৫) মুম্বইয়ের। এবার শেষ দুটি ম্যাচে মুম্বই জিতলে ১৪ পয়েন্টে শেষ করবে। এক্ষেত্রেও নেট রান রেট বিচার্য হবে। আর এদিন হেরে গেলে প্লে-অফের দৌড় শেষ।

রবিচন্দ্রণ অশ্বিনের পঞ্জাব শেষ তিনটি ম্যাচে হেরে প্লে অফ কঠিন করে ফেলেছে। না হলে তাঁরা প্রায় প্লে অফে উঠেই যাচ্ছিল। ১২ ম্যাচে আপাতত তাঁরা ১২ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। একটি ম্যাচ জিতে অপরটিতে হেরে গেলে তাদেরও পয়েন্ট দাঁড়াবে ১৪। আপাতত পঞ্জাবের নেট রান রেট -০.৫১৮। সেক্ষেত্রে অন্য দলগুলির উপরে ও রান রেটের উপরে ভরসা করা ছাড়া উপায় থাকবে না।

রান রেটেও পঞ্জাব পিছিয়ে রয়েছে। ফলে এদিন মুম্বই ম্যাচ হারা মানে প্লে-অফের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে পঞ্জাব। শেষ তিনটি ম্যাচে হার দলের মনোবল তলানিতে এনে দিয়েছে। অধিনায়ক অশ্বিন নিজে ভালো খেলতে পারছেন না। দলকে টেনে তুলতে পারছেন না। এছাড়া ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং ফিকে হয়ে গিয়েছে। এবং মিডল অর্ডার রান পাচ্ছে না। ফলে এখান থেকে ভালো কিছু করতে হলে পঞ্জাবকে আগের পারফরম্যান্স ফেরত আনতে হবে।

আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামছে পঞ্জাব, অশ্বিনরা হারলে আরও জমে যাবে প্লে-অফ

মুম্বইয়ের হয়ে মিডল ও লোয়ার মিডল অর্ডার সেভাবে জ্বলে উঠতে পারছে না। রোহিত শর্মা কিছু ম্যাচে রান পেলেও সেই ধার এবার দেখা যায়নি। দুই পান্ডিয়া ভাই অনিয়মিত পারফরম্যান্স করেছেন। কায়রন পোলার্ড জ্বলে উঠতে পারেননি। ওপেনিংয়ে সূর্যকুমার যাদব একা দলকে টানছেন। বিদেশিদের মধ্যে জেপি ডুমিনি, বেন কাটিং, মিচেল ম্যাকক্লেনেঘন, মুস্তাফিজুর রহমান, কায়রন পোলার্ড কেউ সেভাবে জ্বলে ওঠেননি।

আজ মুম্বইয়ের বিরুদ্ধে নামছে পঞ্জাব, অশ্বিনরা হারলে আরও জমে যাবে প্লে-অফ

পঞ্জাব দলে মিডল অর্ডারে অ্যারন ফিঞ্চ, ময়াঙ্ক আগরওয়াল, ডেভিড মিলার, মার্কাস, স্টইনিস, মনোজ তিওয়ারি, যুবরাজ সিং কেউ ভালো খেলছেন না। ফর্মে নেই অধিনায়ক অশ্বিনও। ফলে ওপেনিংয়ে ক্রিস গেইল বা কেএল রাহুল ভালো খেলতে না পারলে পঞ্জাব ব্যাটিং গুটিয়ে যাচ্ছে। বোলিংয়েও আগের মতো ধার দেখা যাচ্ছে না। একমাত্র ভরসা মুজিব উর রহমানের বোলিং। এখন দেখার এখান থেকে পঞ্জাব কীভাবে নিজেদের সামলে নেয়।

English summary
IPL 2018 : In a knock out match situation Mumbai Indians to take on Kings XI Punjab at Wankhede stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X