For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে পাঞ্জাব বধের লক্ষ্যে নামছে ব্যাঙ্গালোর, অশ্বিন কি চ্যালেঞ্জ ছুঁড়তে পারবেন বিরাটকে!

ইডেনে প্রথম ম্যাচে হারতে হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এদিকে পাঞ্জাব প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়ে দিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ইডেনে প্রথম ম্যাচে হারতে হয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে। এদিকে পাঞ্জাব প্রথম ম্যাচে দিল্লিকে হারিয়ে দিয়েছে। ফলে লিগ টেবলের সাত নম্বরে থাকা আরসিবি-র সঙ্গে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রবিচন্দ্রণ অশ্বিনের পাঞ্জাব।

ঘরের মাঠে পাঞ্জাব বধের লক্ষ্যে নামছে ব্যাঙ্গালোর

বিরাট কোহলির দলে একগাদা নামজাদা খেলোয়াড় রয়েছেন। সবার প্রথমে বিরাট নিজে রয়েছেন। কলকাতা ম্যাচে বেশি ডট বল খেলে তিনি দলের উপরে চাপ বাড়িয়ে দেন। যেখান থেকে দল বেরিয়ে আসতে পারেননি। এছাড়া রয়েছেন কোরি অ্যান্ডারসন, কলিন ডি গ্র্যান্ডহোম, কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাককালাম, এবি ডিভিলিয়ার্সের মতো খ্যাতনামা বিদেশি খেলোয়াড়রা।

পাশাপাশি মনদীপ সিং, মনন ভোহরা, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদবের মতো স্থানীয় তারকারা রয়েছেন। ফলে ব্যাটে-বলে ব্যালান্সড সাইড বিরাটদের। তাই ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়েই নামবেন বিরাটরা।

অন্যদিকে পাঞ্জাবের এবার নতুন অধিনায়ক অশ্বিন। প্রথম ম্যাচে দল জেতায় দলের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। একঝাঁক ভালো দেশি খেলোয়াড় পাঞ্জাব দলে রয়েছে। রবিচন্দ্রণ অশ্বিন, ময়ঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, অক্সর প্যাটেল, লোকেশ রাহুল, মোহিত শর্মা ও যুবরাজ সিংরা যেকোনও ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

এছাড়াও বিদেশিদের মধ্যে রয়েছেন অ্যারন ফিঞ্চ, ক্রিস গেইল, ডেভিড মিলার, মার্কাস স্টইনিস ও অ্যান্ড্রু টাইয়ে মতো টি২০ বিশেষজ্ঞরা। গেইল প্রথম ম্যাচে খেলেননি। চিন্নাস্বামীর চেনা মাঠে প্রাক্তন দলের বিরুদ্ধে তাঁকে মাঠে দেখা যেতেই পারে। সেক্ষেত্রে তিনি খেললে পাঞ্জাবেরই অ্যাডভান্টেজ। এখন দেখার কোন দল চিন্নাস্বামীতে বাজিমাত করতে পারে।

ব্যাঙ্গালোর দল

বিরাট কোহলি, মঈন আলি, কোরি অ্যান্ডারসন, মুরুগান অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অনিকেত চৌধুরী, কলিন ডি গ্র্যান্ডহোম, কুইন্টন ডি কক, পবন দেশপাণ্ডে, এবি ডিভিলিয়ার্স, অনিরুদ্ধ জোশী, সরফরাজ খান, কুলবন্ত খেজরোলিয়া, ব্রেন্ডন ম্যাককালাম, মনদীপ সিং, মহম্মদ সিরাজ, পবন নেগি, পার্থিব প্যাটেল, নবদীপ সাইনি, টিম সাউদি, মনন ভোহরা, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, উমেশ যাদব

কিংস ইলেভেন পাঞ্জাব

রবিচন্দ্রণ অশ্বিন, আকাশদীপ নাথ, ময়ঙ্ক আগরওয়াল, ময়ঙ্ক ডগর, বেন ডরশুয়িস, অ্যারন ফিঞ্চ, ক্রিস গেইল, মনজুর ডর, ডেভিড মিলার, মুজিব উর রহমান, করুণ নায়ার, অক্সর প্যাটেল, লোকেশ রাহুল, অঙ্কিত রাজপুত, প্রদীপ সাহু, মোহিত শর্মা, বারিন্দর স্রন, মার্কাস স্টইনিস, মনোজ তিওয়ারী, অ্যান্ড্রু টাই, যুবরাজ সিং

English summary
IPL 2018 : Match 8 : RCB to take on kXIP at Chinnaswamy Stadium, Bengaluru, read the match preview report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X