For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষদিকে ব্যাটিং বিপর্যয় সত্ত্বেও ঘরের মাঠে রানের পাহাড়ে মুম্বই, দিল্লির টার্গেট ১৯৫ রান

একটা সময় ১৫.৩ ওভারে ১৬৬ রানে ২ উইকেট পড়েছিল মু্ম্বইয়ের। সেখান থেকে শেষদিকে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে দিল্লির বিরুদ্ধে ১৯৪/৭ রানে থামল মুম্বইয়ের ইনিংস।

  • |
Google Oneindia Bengali News

একটা সময় ১৫.৩ ওভারে ১৬৬ রানে ২ উইকেট পড়েছিল মু্ম্বইয়ের। সেখান থেকে শেষদিকে কিছুটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়ে দিল্লির বিরুদ্ধে ১৯৪/৭ রানে থামল মুম্বইয়ের ইনিংস। দিল্লিকে জিততে হলে ২০ ওভারে করতে হবে ১৯৫ রান।

ঘরের মাঠে রানের পাহাড়ে মুম্বই, দিল্লির টার্গেট ১৯৫ রান

ঘরের মাঠে ওয়াংখেড়ে স্টেডিয়ামের চেনা পিচে এদিন ব্যাটিং বিস্ফোরণ মুম্বই ইন্ডিয়ান্সের। দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও আগে বল করতে চেয়েছিলেন। তবে তাই বলে প্রথমে ব্যাট করায় ব্যাকফুটে ছিল না মুম্বই।

বরং প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করেন দুই ওপেনার সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস। প্রথম পাঁচ ওভারে বোর্ডে ওঠে ৬৫ রান। এরপরে ৮.৩ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে মুম্বই।

সূর্যকুমার যাদব ৩২ বলে ৫৩ ও লিউয়িস ২৮ বলে ৪৮ রান করেন। তিন নম্বরে নাম ইশান কিষাণও কিছু কম ছিলেন না। ধুন্ধুমার ব্যাটিং করে তিনি ২৩ বলে ৪৪ রান করে ড্যান ক্রিশ্চিয়ানের বলে বোল্ড হয়ে ফেরেন।

তার পরের বলেই ড্যান বোল্ড করেন কায়রন পোলার্ডকে। এরপরে মুম্বইয়ের রান তোলার গতি থমকে যায়। ওভার প্রতি ১০ রানের বেশি থাকলেও দিল্লি কিছুটা খেলায় ফেরে। ১৮ ওভার শেষে মুম্বই ছিল ৫ উইকেটে ১৮৩ রান।

দিল্লির হয়ে ড্যান ক্রিশ্চিয়ান ও রাহুল তেওটিয়া ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান মহম্মদ শামি।

English summary
IPL 2018 : Mumbai Indians scores 194 runs against Delhi Daredevils at Wankhede
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X