For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় বাজি মেরে গেলেন উইলিয়ামসনরা! কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচের হাইলাইটস একনজরে

শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ ঘরের মাঠ ইডেনে এসে হারিয়ে দিয়ে গেল কলকাতা নাইট রাইডার্সকে।

  • |
Google Oneindia Bengali News

শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদ ঘরের মাঠ ইডেনে এসে হারিয়ে দিয়ে গেল কলকাতা নাইট রাইডার্সকে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে কোনও প্রভাব ফেলতে পারল না কলকাতা। ১৩৯ রান তাড়া করতে নেমে ১ ওভার বাকী থাকতেই ৫ উইকেটে জয় পেল হায়দরাবাদ। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের গুরুত্বপূর্ণ কিছু হাইলাইটস পয়েন্ট।

কেকেআর বনাম হায়দরাবাদ ম্যাচের হাইলাইটস একনজরে

কেকেআর ইনিংস

ওপেন করতে নামলেন না সুনীল নারিন। নামলেন রবীন উথাপ্পা ও ক্রিস লিন।

৩ রান করে ভুবনেশ্বর কুমারের বলে কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রবীন উথাপ্পা।

৫ ওভারে কলকাতা করে ৩৭ রান ১ উইকেটে।

৬.২ ওভারে কলকাতা ৫০ রান পূর্ণ করে।

রাত ৮টা ৩২ মিনিট নাগাদ কলকাতায় শুরু হয় বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক পরে রাত সাড়ে ৯টায় ম্যাচ শুরু হয়। কলকাতা তখন ৭ ওভারে ৫২/১।

১০ ওভারে কলকাতার রান ৭০/২।

১৪.২ ওভারে দলগতভাবে একশো রান পূর্ণ করল কেকেআর। চার মেরে একশোর গণ্ডী টপকে দিলেন দীনেশ কার্তিক।

১৫ ওভার শেষে কলকাতা ১০৬ রান তোলে।

১৮.২ ওভারের মাথায় ভুবনেশ্বরের বলে কিপার ঋদ্ধিমানের হাতে ক্যাচ দিয়ে ২৯ রানে ফিরলেন কার্তিক।

শেষ বলে আর একটি উইকেট পড়ে কলকাতার। ২০ ওভারে ১৩৮ রান ওঠে ৮ উইকেট খুইয়ে।

হায়দরাবাদ ইনিংস

প্রথম তিন ওভারে উঠল ৩২ রান।

চতুর্থ ওভারের প্রথম বলে সুনীল নারিনের বলে ২৪ রানে আউট ঋদ্ধিমান সাহা।

৫ ওভারে ১ উইকেটে ৪৫ রান করে সানরাইজার্স হায়দরাবাদ।

ষষ্ঠ ওভারের প্রথম বলে নারিনের বলে আউট শিখর ধাওয়ান।

১০ ওভার শেষে হায়দরাবাদ ৩ উইকেটে ৬২ রান তোলে।

১৫ ওভার শেষে হায়দরাবাদ করে ১১২ রান ৩ উইকেটের বিনিময়ে। শেষ পাঁচ ওভারে জেতার জন্য প্রয়োজন ছিল ২৭ রান।

১৮তম ওভারে মিচেল জনসনের বলে ৪৪ বলে ৫০ রান করে আউট কেন উইলিয়ামসন।

শেষ দুই ওভারে বাকী ছিল ১৩ রান। ১৯তম ওভারে ইউসুফ পাঠান রান তুলে দেন। ১৯তম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচও জিতিয়ে দেন।

English summary
IPL 2018 : Read in brief about Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders match highlights point
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X