For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুদ্ধশ্বাস হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচের হাইলাইটস একনজরে

আইপিএলের এবছরের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়ে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ।

  • |
Google Oneindia Bengali News

আইপিএলের এবছরের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়ে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। শেষ বলে বিলি স্ট্যানলেক ৪ মেরে হায়দরাবাদকে জয় এনে দেন। এদিনের জয়ের ফলে হায়দরাবাদ পরপর দুটি ম্যাচে জিতে লিগ টেবলের শীর্ষে চলে গেল। এদিকে মুম্বই পরপর দুটি ম্যাচ হেরে লিগ টেবলের ৬ নম্বরে গিয়ে ঠেকল। একনজরে দেখে নেওয়া যাক ম্যাচের হাইলাইটস।

রুদ্ধশ্বাস হায়দরাবাদ বনাম মুম্বই ম্যাচের হাইলাইটস একনজরে

সানরাইজার্স টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠায়।

মুম্বইয়ের ইনিংস

  • দ্বিতীয় ওভারের শেষ বলে রোহিত শর্মাকে আউট করেন বিলি স্ট্যানলেক
  • ৫.৪ ওভারে ৫০ রান তোলে মুম্বই
  • ষষ্ঠ ওভারে ইশান কিষণ ও লিউয়িসকে আউট করেন সিদ্ধার্থ কউল
  • ১৪ ওভারে বোর্ডে ১০০ রান তোলে মু্ম্বই
  • রশিদ খান ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন
  • ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রান তোলে মুম্বই
  • শেষ ৬ ওভারে মাত্র ৪৭ রান তোলে মু্ম্বই

হায়দরাবাদের ইনিংস

  • ৫.৫ ওভারে বোর্ডে ৫০ রান তোলে হায়দরাবাদ
  • পাওয়ার প্লে-র প্রথম ৬ ওভারে ওঠে ৫৬ রান বিনা উইকেটে
  • ৬২ রানের মাথায় প্রথম উইকেট পড়ে। ২২ রানে আউট হন ঋদ্ধিমান সাহা
  • ৮.৫ ওভারে দলের ৭৭ রানের মাথায় ৪৫ রান করে আউট হন শিখর ধাওয়ান
  • ১০ ওভারে বোর্ডে ১০০ রান তুলে ফেলে হায়দরাবাদ
  • ১৩ ওভারের মধ্যে ১০৭ রানে ৫ উইকেট পড়ে যায়
  • ১৫ ওভারে ১২১ রান তোলে হায়দরাবাদ
  • শেষ ৫ ওভারে ২৭ রান করতে হতো
  • ১৮তম ওভারে জসপ্রীত বুমরাহ-র বলে পরপর আউট হন ইউসুফ পাঠান ও রশিদ খান
  • ১৯তম ওভারে মুস্তাফিজুর রহমানের বলেও দুটি উইকেট হারায় হায়দরাবাদ
  • শেষ ওভারে জিততে গেলে করতে হতো ১১ রান
  • বেন কাটিংয়ের প্রথম বলে ছক্কা মারেন দীপক হুডা
  • শেষ ৫ বলে ৫ রান প্রয়োজন ছিল। অবশেষে শেষ বলে চার মেরে জেতে হায়দরাবাদ
English summary
IPL 2018 : Sunrisers Hyderabad vs Mumbai Indians match highlights at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X