For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরের মাঠে ব্যাটে-বলে দাপট দেখিয়ে রাজস্থানের কামব্যাক জৌলুসহীন করে দিল হায়দরাবাদ

দুই বছরের নির্বাসন কাটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। তবে সেই কামব্যাক একেবারে জৌলুসহীন করে দিল হায়দাবাদের অলরাউন্ড পারফরম্যান্স।

  • |
Google Oneindia Bengali News

দুই বছরের নির্বাসন কাটিয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। তবে সেই কামব্যাক একেবারে জৌলুসহীন করে দিল হায়দাবাদের অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ৯ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিল কেন উইলিয়ামসনের ছেলেরা।

ঘরের মাঠে ব্যাটে-বলে দাপট দেখিয়ে রাজস্থানের কামব্যাক জৌলুসহীন করে দিল হায়দরাবাদ

এদিন ঘরের মাঠে টসে জিতে সানরাইজার্স হায়দরাবাদ ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। অধিনায়ক কেন উইলিয়ামসনের ছেলেরা দারুণ বোলিং শুরু করে। নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে রাজস্থান রয়্যালস। যার ফলে রান রেট থমকে যায়। শুরুতেই ৪ রানে রান আউট হয়ে ফেরেন শর্ট। তারপরে একে একে রাহানে (১৩), বেন স্টোকস (৫), রাহুল ত্রিপাঠী (১৭) সকলেই কম রানে আউট হয়ে যান। জোস বাটলার অনেক শেষে নামেন। ততক্ষণে ১৪ ওভারে মাত্র ৯৬ রানে ৬ উইকেট পড়ে গিয়েছে রাজস্থানের। বাটলারও (৬ রান) বেশিদূর এগোতে পারেননি।

এদিন হায়দরাবাদের হয়ে বল হাতে অসাধারণ পারফর্ম করেন শাকিব আল হাসান, সিদ্ধার্থ কউল। রশিদ খান, বিলি স্ট্যানলেকরাও পিছিয়ে ছিলেন না। সম্মিলিত বোলিং পারদর্শিতায় হায়দরাবাদ ম্যাচে জাঁকিয়ে বসে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে রাজস্থান রয়্যালস ৯ উইকেট হারিয়ে ১২৫ রান তোলে।

রাজস্থানের কামব্যাক জৌলুসহীন করে দিল হায়দরাবাদ

জিততে হলে হায়দরাবাদকে নির্ধারিত ২০ ওভারে ১২৬ রান করতে হবে, এই অবস্থান ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান ও কেন উইলিয়ামসন ম্যাচ ধরে নেন। ওপেন করতে নেমে ঋদ্ধিমান সাহা ৫ রানে আউট হলেও রাজস্থান আর উইকেট পায়নি।

শিখর ধাওয়ান অসাধারণ অর্ধশতরান করেন। ৭৭ রানে অপরাজিত থাকেন তিনি। কেন উইলিয়ামসন শিখরকে যোগ্য সঙ্গত দিয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন। সবমিলিয়ে ১৫.৫ ওভারে ১২৭ রান তুলে ৯ উইকেটে ম্যাচ জেতে হায়দরাবাদ।

English summary
IPL 2018 : Sunrisers Hyderabad beat against Rajasthan Royals by 9 wickets
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X