For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, কেকেআর দলে আহত নর্তজের বদলে কে - রইল ৩ বিকল্পের নাম

আইপিএল ২০১৯-এ আহত কেকেআর বোলার আনরিখ নর্তজের ৩ পরিবর্ত ক্রিকেটারের কথা আলোচা করা হল। 

  • |
Google Oneindia Bengali News

আইপিএল-এর দ্বাদশ সংস্করণ শুরুর আগে কেকেআর-এর চোট আঘাতের তালিকা ক্রমে বেড়েই চলেছে। বিদেশী আনরিখ নর্তজে-সহ পর পর তিন জোরে বোলার চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যাওয়ায় বেশ দুর্বল হয়ে পড়েছে কেকেআর বোলিং আক্রমণ।

টুর্নামেন্ট শুরু হতে আর মাত্র ২দিন বাকি এই অবস্থায় পরিবর্ত ক্রিকেটার খুঁজে পাওয়াটা বেশ সমস্যার। বিশেষ করে আনরিখ নর্তজের মানের বিদেশী ক্রিকেটার পাওয়াটা প্রায় অসম্ভব। তাছাড়া কেকেআর বরাবরই লো প্রোফাইল ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছে। এই সব বিষয়গুলি মাথায় রেখে কেকেআর-এর মর্তজের বিকল্প তিন ক্রিকেটারের কথা আলোচনা করা হল।

অনিকেত চৌধুরি

অনিকেত চৌধুরি

রাজস্থানে এই বাঁ-হাতি জোরে বোলার আইপিএল-এর আগের দুই সংস্করণে ছিলেন আরসিবি স্কোয়াডে। তার আগে ২০১৩ সালে খেলেছিলেন কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে। তবে আইপিএল ম্য়াচ খেলেছেন মাত্র ৫টি। ওভার প্রতি রান দিয়েছেন ৮.৫৫। রঞ্জি ট্রফিতে এই বছর রাজস্থানের হয়ে ৯ ম্যাচে ৪৯ উইকেট নিয়েছেন। মোট ৪৪টি টি২০ ম্য়াচে ৫৪টি উইকেট শিকার করেছেন। বেস প্রাইস ২০ লক্ষ টাকা।

ইশান পোরেল

ইশান পোরেল

২০১৮ সালের আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন বাংলার তরুণ জোরে বোলার ইসান পোরেল। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ৪টি উইকেট। তারপর মনে করা হয়েছিল তিনি আইপিএল-এ বড় দর পেতে তচলেছেন। কিন্তু ২০ লক্ষ বেস প্রাইস থাকা বোলারকে ২০১৮ তে তো নয়ই, এই বছরই কোনও দলই নেয়নি। তিনি কিন্তু কেকেআর বোলিং-এ সারপ্রাইজ সংযোজন হয়ে উঠতে পারেন।

রজনীশ গুরবানি

রজনীশ গুরবানি

ঘরোয়া ক্রিকেট ও ভারত 'এ' দলের হয়ে ধারাবাহিভাবে ভাল খেলেও এখনও আইপিএল-এর শিকে ছেঁড়েনি রজনীশের। তাঁর কিন্তু আইপিএল খেলার সুযোগ পাওয়া প্রাপ্য। শেষ মুহূর্তে তিনি কেকেআর-এর বোলিং-এ বড় শক্তি হয়ে উঠতে পারেন।

English summary
Here are 3 replacement options for the injured KKR bowler Anrich Nortje at IPL 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X