For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল-এর দুই রাজা - কিং কোহলি ও ইউনিভার্স বস! তাঁদের এই চার রেকর্ড ভাঙা অসম্ভব

দেখে নিন ৪টি আইপিএল রেকর্ড, যেগুলি ভাঙা প্রায় অসম্ভব। 

  • |
Google Oneindia Bengali News

ক্রিকেট সংখ্যার খেলা। গত ১১ বছরের আইপিএল-এর ইতিহাসেও আকর্ষণীয় পরিসংখ্য়ান ও রেকর্ডের অভাব নেই। ব্যাটিং-এর রেকর্ড বইয়ের অধিকাংশটাই অবশ্য দখল করে আছেন কি কোহলি ও ইউনিভার্স বস ক্রিস গেইল। আইপিএল-এ তাঁদের এমন কিছু রেকর্ড আছে, যা আর কেউ কেন, তাঁদের নিজেদের পক্ষেও ভাঙা প্রায় অসম্ভব।

টুর্নামেন্টের দ্বাদশ সংস্করণ শুরু হওয়ার আগে, একনজরে দেখে নেওয়া যাক, এই রকমই অবিশ্বাস্য ৪ রেকর্ড -

সর্বোচ্চ ব্য়ক্তিগত স্কোর

সর্বোচ্চ ব্য়ক্তিগত স্কোর

২০১৩ সালের ২৩ এপ্রিল, পুনের মাটিতে যেন সাইক্লোন উঠেছইল, যার নাম ছিল ক্রিস গেইল। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র ৬৬ বলে গেইল ১৭৫ রান করেছিলেন। যার দোরে ২০ ওভারে রেকর্ড ২৬৩ রান তুলেছিল আরসিবি। পুনের দল হেরেছিল ১৩০ রানের বিশাল ব্যবধানে।

এক ম্যাচে চার-ছয়ে সবচেয়ে বেশি রান

এক ম্যাচে চার-ছয়ে সবচেয়ে বেশি রান

পুনের বিরুদ্ধে ওই বিধ্বংসী ইনিংসটি খেলার সময়ই এই রেকর্ডটি করেছিলেন গেইল। ১৭৫ রানের মধ্য়ে ১৫৪ রানই এসেছিল চার-ছয় থেকে। মোট ১৭টি ছয় ও ১৩টি চার মেরেছিলেন ক্যারিবিয়ান দৈত্য। এই রেকর্ডও খুব তাড়াতাড়ির মধ্যে ভাঙবে বলে মনে হয় না।

এক মরসুমে সর্বোচ্চ শতরান

এক মরসুমে সর্বোচ্চ শতরান

উপরের দুই রেকর্ডেই বোঝা যায় টি২০ ক্রিকেটে ক্রিস গেইলের মহীমা। আইপিএল-এ সর্বোচ্চ শতরানের রেকর্ডও তাঁর পকেটে। কিন্তু কিং কোহলির একটি আইপিএল রেকর্ড তাঁর পক্ষেও অতিক্রম করা প্রায় অসম্ভব। ২০১৬ সালের আইপিএল-এ আরসিবি অধিনায়ক মোট ৪টি শতরান করেছিলেন। টি২০-তে সব মিলিয়ে হাতে থাকে ১২০টি বল, তাতে ১টি শতরান পাওয়াই কঠিন, সেখানে এক টুর্নামেন্টে ৪টি শতরান - বোঝাই যায় কতটা অসম্ভব কাজ।

এক মরসুমে সর্বোচ্চ রান

এক মরসুমে সর্বোচ্চ রান

২০১৮ সালে ওই গনগনে ফর্মের দৌলতেই সেই মরসুমে মোট ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। গড় ছিল ৮১.০৮, স্ট্রাইক রেট ১৫২.০৩। ৪ টি শতরানের পাশাপাশি সেইবার ৭টি অর্ধশথরান করেছিলেন। এই রেকর্ড কতটা কঠিন? এক মরসুমে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ডেভিড ওযার্নার। ওই মরসুমেই তিনি ৮৪৮ রান করেছিলেন। অর্থাত কোহলির রানের থেকে ১০০ রানেরও বেশি পিছনে।

English summary
Here are 4 IPL records, which are almost unbreakable. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X