For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংস ইলেভেনের পর সিএসকেও - পুলওয়ামার শহিদ পরিবারদের সহায়তায় নিল বড় সিদ্ধান্ত

চেন্নাই সুপার কিংস আইপিএল ২০১৯-এর প্রথম হোম ম্যাচ থেকে হওয়া আয় পুলওয়ামা শহীদদের পরিবারে দান করবে।
 

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় শহিদ হওয়া পঞ্জাব ও হিমাচল প্রদেশের পাঁচ সিআরপিএফ জওয়ানদের প্রতিটি পরিবারকে ৫ লক্ষ্য টাকা করে সাহায্য় করেছে কিংস ইলেভেন পঞ্জাব। এবার চেন্নাই সুপার কিংস জানালো আইপিএল ২০১৯-এ, তাদের প্রথম হোম ম্যাচ থেকে টিকিট বিক্রির সব অর্থ তাঁরা পুলওয়ামা শহীদদের পরিবারের জন্য দান করবে।

কিংস ইলেভেনের পর শহিদ পরিবারদের পাশে সিএসকেও

আগামী ২৩ মার্চ সিএসকে বনাম আরসিবি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এই বছরের আইপিএল। ইতিমধ্যেই সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন সিএসকে দলের ডিরেক্টর রাকেশ সিং।

তিনি আরও জানান, সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় সেনাবাহিনীর সাম্মানিক লেফট্যানেন্ট কর্নেল। তিনিই সিএসকে দলের হয়ে প্রথম ম্যাচের টিকিট বিক্রির মোট অর্থের সমমূল্যের একটি চেক সেনাবাহিনীর হাতে তুলে দেবেন।

বুধবার কিংস ইলেভেন পঞ্জাব ফ্র্যাঞ্চাইজি এক অনুষ্ঠানে ৫ লক্ষ টাকা করে চেক তুলে দিয়েছে শহিদ জয়মল সিং, সুখজিন্দর সিং, মনিন্দর সিং, কুলবিন্দর সিং এবং তিলক রাজের পরিবারের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেআইপি দলের অধিনায়ক রবিচন্দ্র অশ্বিন ও সিআরপিএফ-এর ডিআইজি ভিকে কুন্দল।

English summary
Chennai Super Kings will donate proceeds from its first home match of IPL 2019 to the families of the Pulwama martyrs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X