For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : ইডেনেও চেন্নাই ঝড়ে লন্ডভন্ড কলকাতা নাইট রাইডার্স

ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল কলকাতা নাইট রাইডার্সের।

  • |
Google Oneindia Bengali News

ঘরের মাঠেও চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় অধরাই থেকে গেল কলকাতা নাইট রাইডার্সের।

বদলা তো দূর। ইডেন গার্ডেনে টানা দুই এবং সব মিলিয়ে পরপর তিন ম্যাচ হেরে বেলাইন হল কেকেআর। তাঁদের ৫ উইকেটে হারাল ম্যান ইন ইয়েলো। আইপিএল যত গড়াচ্ছে ততই যেন ছন্দ হারাচ্ছে দীনেশ কার্তিকের দল।

সুরেশ রায়নার লড়াকু ৪২ বলে ৫৮ রান ও রবীন্দ্র জাদেজার ১৭ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসই, রবিবার কেকেআরের সব আশায় জল ঢেলে দেয়।

আইপিএল : ইডেনেও চেন্নাই ঝড়ে লন্ডভন্ড কলকাতা নাইট রাইডার্স

১৮ ওভার পর্যন্ত দুই দলের টক্কর হয় সমানে সমানে। শেষ দুই ওভারে জেতার জন্য চেন্নাইয়ের দরকার ছিল ২৪ রান। হ্যারি গার্নির ১৯তম ওভারে ওঠে ১৬ রান। তিনটি চার মারেন রবীন্দ্র জাদেজা। ম্যাচ ওখানেই হেরে যায় কলকাতা। শেষ ওভারে জেতার জন্য সিএসকের দরকার ছিল আট রান। পীয়ূষ চাওলার ২০তম ওভারের প্রথম বলেই ফের বাউন্ডারি হাঁকিয়ে চেন্নাইয়ের কাজটা সহজ করে দেন জাদেজাই। জয় সূচক রানও আসে ওই বাঁহাতিরই ব্যাট থেকে। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সুনীল নারিন ও পীয়ূষ চাওলা।

এর আগে রবিবাসরীয় ইডেন গার্ডেনকে ব্যাটে-বলে হতাশ করেন কব্জির চোটে কাহিল আন্দ্রে রাসেল। ব্যাটে ৪ বলে ১০ এবং বল হাতে তাঁর দেওয়া এক ওভারে ১৬ রান, চেন্নাইকে জয়ের রাস্তায় নিয়ে যায়। চোটগ্রস্ত রাসেলকে খেলানোর জন্য কেকেআরের রণনীতি নিয়েও প্রশ্ন উঠেছে। ক্রিস লিনের মারমুখী ৫১ বলে ৮২ রান কলকাতাকে কিছুটা অক্সিজেন জোগালেও, তা জীবনদায়ী সিদ্ধ হয়নি। কেকেআরের বাকি ব্যাটসম্যানদের মধ্যে উইকেট ছুঁড়ে সাজঘরে ফেরার প্রতিযোগিতা লেগে যায়। ২০ ওভার শেষে আট উইকেট হারিয়ে নাইটরা তোলে ১৬১ রান।

কেকেআরের রান তাড়া করতে নামা চেন্নাইয়ের ওপেনার শেন ওয়াটসনকে ৬ রানে ফেরান হ্যারি গার্নি। ২৪ রান করে সুনীল নারিনের বলে বোল্ড হন ফ্যাফ ডুপ্লেসি। ৫ রান করে পীয়ূষ চাওলার বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন অম্বাতি রায়ুডুও। কেদার যাদব (২০) ও ধোনি (১৬) চাপ কাটাতে হাত খুললেও সেট হওয়ার আগেই আউট হন। যদিও ক্রিজের অন্যপ্রান্ত আকড়ে থাকেন সুরেশ রায়না। তাঁকে যোগ্য সম্মান দেন রবীন্দ্র জাদেজা।

English summary
IPL 2019 : CSK smashed KKR in Eden Garden also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X