For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএসকে বনাম আরসিবি! জিতে শুরু করতে চায় দুই দলই - কারা কারা থাকবেন প্রথম একাদশে

সিএসকে বনাম আরসিবি, আইপিএল ২০১৯-এর উদ্বোধনী ম্যাচের প্রিভিউ। এছাড়াও, জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ এবং ম্যাচটি কোথায় দেখা যাবে।

Google Oneindia Bengali News

শনিবার (২৩ মার্চ)-ই সব প্রতীক্ষার অবসান। আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস-এর বিরুদ্ধে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জমজমাট মোকাবিলা দিয়ে শুরু হতে চলেছে আইপিএল ২০১৯। সিংহের ডেরায় ইতিমধ্য়েই পৌঁছে গিয়েছে বিরাট কোহলির চ্যালেঞ্জার্সরা। অবশ্যই দুই দলই জিতেই শুরু করতে চাইছে। রেকর্ড কিন্তু চেন্নাইয়ের পক্ষে।

দ্বাদশ মরসুম শুরুর একদিন আগে দেখে নেওয়া যাক দুই দল কে কোথায় দাঁড়িয়ে আছে। কারাই বা থাকতে পারেন দুই দলের প্রথম একাদশে, কী খবর পাওযা যাচ্ছে দুই দলের তরফে -

সিএসকে-র খবর

সিএসকে-র খবর

প্রথম ম্যাচে সিএসকে দলে নেই দুই দক্ষিণ আফ্রিকান দুপ্লেসিস ও ইমরান তাহির। গত বছর সিএসকের হয়ে ওপেনিং জুটি হিসেবে দারুণ সফল হয়েছিলেন রায়ডু ও ওয়াটসন। এবারও তাদেরকেই ওপেন করার দায়িত্ব দেওয়া হতে পারে। ধোনি-রায়না-কেদার যাদবের মিডল অর্ডারেও হাত দেওয়া হবে বলে খবর নেই। দুই অলরাউন্ডার হিসেবে সম্ভবত খেলবেন ডোয়েন ব্রাভো ও মিচেল স্যান্টনার। বাকি এক বিদেশীর কোটায় খেলার কথা স্য়াম বিলিংস ও ডেভিড উইলির মধ্যে একজনের।

আরসিবির খবর

আরসিবির খবর

আরসিবি দলের হয়ে ওপেন করতে পারেন কোহলি-পার্থিব জুটি। এরপর অবশ্যই এবিডি। শোনা যাচ্ছে মিডল অর্ডারে প্রথম ম্য়াচ থেকেই খেলানো হবে এবারই দলে নেওয়া ক্য়ারিবিয়ান প্রতিভা শিমরন হেটমায়ারকে। ফিটনেস নিয়ে ন্য সমস্যা থাকলেও প্রথম ম্য়াচে খেলানো হতে পারে নিলামে প্রচুর অর্থ ব্যয় করে দলে নেওয়া শিবম দুবে-কেও। ভারতের হয়ে সম্প্রতি প্রত্।যাশিত সাফল্য না পেলেও আরসিবি জার্সিতে গত আইপিএল-এ ২০ উইকেট নেওয়া উমেশ যাদবও সুযোগ পেতে চলেছেন। চাহাল ও মইন আলির পাশে তৃতীয় স্পিনার হিসেবে পবন নেগি বা ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হতে পারে।

দ্বৈরথের ইতিহাস

দ্বৈরথের ইতিহাস

মোট ম্য়াচ - ২৩

সিএসকে-র জয় - ১৫

আরসিবির জয় - ৭

কোনও ফলাফল হয়নি - ১

চিপকে ম্যাচ - ৭ (সিএসকে - ৬, আরসিবি -১)

শেষ ৫ সাক্ষাত - প্রত্যেকটিতেই সিএসকে জয়ী

শেষ ম্যাচে - সিএসকে জয়ী ৬ উইকেটে

চিপকে শেষ ম্যাচে - সিএসকে ২৪ রানে জয়ী

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

সিএসকে - শেন ওয়াটসন, আম্বাতি রায়ডু, সুরেশ রায়না, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), কেদার যাদব, ডেভিড উইলি / স্যাম বিলিংস, ডোয়েন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, মিচেল স্যান্টনার ও শর্দুল ঠাকুর।

আরসিবি - পার্থিব প্যাটেল (উইকেটরক্ষক), বিরাট কোহলি (অধিনায়ক), এবি ডি'ভিলিয়ার্স, শিম হেটমায়ার, মইন আলি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর / পবন নেগি, টিম সাউদি / হেনরিখ ক্লাসেন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল।

কখন, কোথায় দেখা যাবে?

কখন, কোথায় দেখা যাবে?

সিএসকে বনাম আরসিবি, আইপিএল ২০১৯

স্থান - এম এ চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই

তারিখ - ২৩ মার্চ, শনিবার

সময় - রাত ৮ টা

টিভি - স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন - হটস্টার ও জিওটিভি

English summary
Preview of the CSK versus RCB IPL 2019 opening match. Also, find out the predicted playing eleven of both the side and where the match can be seen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X