For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শম্মুক গতির ইন্টারনেট, নিভে গেল ফ্লাড লাইট! ফের লজ্জায় মুখ ঢাকল ইডেন

ফের একবার আইপিএল ২০১৯ কেকেআর বনাম এসআরএইচ ম্য়াচে ইডেনে নিভে গেল ফ্লাডলাইট। সেই সঙ্গে ইন্টারনেটের স্পিডও মন্থ ছিল। 

Google Oneindia Bengali News

কলকাতা নাইট রাইডার্স-এর আইপিএল ২০১৯ অভিযান শুরুর ম্যাচেই ফের লজ্জায় মুখ ঢাকল ইডেন গার্ডেন্সের। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্য়াচে ফের নিভে গেল ইডেনের একটি লাইট টাওয়ারের আলো। হঠাতই থামিয়ে দিতে হল জমজমাট ম্য়াচ। আবার শম্মুক গতির ইন্টারনেটের জন্য থার্ড আম্পায়ার রিভিউ করতেও সমস্যায় পড়লেন।

শম্মুক গতির ইন্টারনেট, নিভে গেল ফ্লাড লাইট

এর আগে ২০১৬ সালেও আইপিএল চলাকালীন ইডেনে আলো নিভে গিয়েছিল। এদিন আবার সেই ঘটনার পুণরাবৃত্তি হতে দেখা গেল। কেকেআর ইনিংসের ১৬তম ওভারে নীতিশ রানাকে বল করছিলেন সানরাইজার্সের রশিদ খান। সেই সময়ই ইডেনের চারটি বাতিস্তম্ভের একটির আলো নিভে যায়। আম্পায়াররা সেই সময় ওভারের মাঝেই স্ট্র্যাটেজিক টাইম-আউট দিয়ে দেন।

কিছুক্ষণ পর অবশ্য ইডেনের আলো ঠিক হলে ফের খেলা শুরু হয়। তবে শুধু আলোর সমস্যাই নয়, এদিন ইডেনে ইন্টারনেটের গতি অত্যন্ত মন্থর থাকাতেও অসুবিধা হয়েছে। যতবার ব্যাটিং দল বা বোলিং দল রিভিউ চেয়েছে অনেক সময় লেগেছে থার্ড আম্পায়ারদের সিদ্ধান্ত জানাতে।

English summary
Once again Floodlight in Eden Gardens failed during KKR vs SRH, IPL 2019 match. Also, the internet speed was very slow there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X