For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, কুলদীপ থেকে বরুণ চক্রবর্তী - মাতিয়ে দিতে পারেন যে পাঁচ স্পিনার

দেখে নেওয়া যাক পাঁচ স্পিনারকে যাঁরা আইপিএল ২০১৯ মাতিয়ে দিতে পারেন। 

Google Oneindia Bengali News

আইপিএল ২০১৯ শুরু হতে আর মাত্র ৫দিন বাকি। আগামী ২৩ মার্চ আরসিবি বনাম সিএসকে অ্যাড্রিনালিন ঝড়ানো ম্য়াচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল-এর দ্বাদশ সংস্করণ। আইপিএল মূলত ব্য়াটসম্য়ানদের খেলা হলেও অতীতে বেশ কয়েকার ছড়ি ঘোরাতে দেখা গিয়েছে স্পিনারদের। এবারেও প্রতি দলেই দারুণ মানের বেশ কয়েকজন স্পিনার রয়েছেন।

কলকতার দলে আছেন আইপিএল-এর হাত ধরেই গত দুই বছরে দারুণভাবে উঠে আসা চায়নাম্য়ান কুলদীপ। আবার এইবারের আইপিএল নিলামের হেডলাইন দখল করা কিংস ইলেভেন পঞ্জাবের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী। টুর্নামেন্টের প্রথম বল পড়ার আগে দেকে নেওয়া যাক পাঁচ স্পিনারকে. যাঁরা এইবারের আইপিএল মাতিয়ে দিতে পারেন।

উনো খেলা

উনো খেলা

উনো খেলতে ব্যাস্ত রণবীর-দীপিকা।

কুলদীপ যাদব (কলকাতা নাইট রাইডার্স)

কুলদীপ যাদব (কলকাতা নাইট রাইডার্স)

আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেটে বেশ কয়েক বছর খেলে ফেলার পরও তাবড় ব্য়াটসম্য়ানদের চায়নাম্য়ান কুলদীপের বল পড়তে সমস্যায় পড়তে হয়। গত আইপিএল মরসুমে কুলদাীপ ১৬ ম্য়াচে ১৮ উইকেট নিলেও ওভার প্রতি রান দিয়েছিলেন ৮। এই বছর সেদিকেও উন্নতি করবেন তিনি বলে আশা করছে নাইট শিবির।

রঙ্গোলি

রঙ্গোলি

তামাশার কলাকুশলীদের আয়োজিত অুষ্ঠানে রঙ্গোলি দিচ্ছেন দীপিকা পাডুকোন ও রণবীর কাপুর।

রশিদ খান (সানরাইজার্স হায়দরাবাদ)

রশিদ খান (সানরাইজার্স হায়দরাবাদ)

আফগান স্পিনার একই রকম বোলিং অ্যাকশনে অনেক রকম বল করতে পারেন। তাঁ হাত থেকে তাঁর বলের বৈটিত্রকে পড়ে নেওয়া সহজ নয়। ত আইপিএল-এ সর্বোচ্চ উইকট শিকারীদের একজন ছিলেন রশিদ। এবারেও সানরাইজার্সের সাফল্য অনেকটাই তাঁর উপর নির্ভরশীল।

মিষ্টিমুখ

মিষ্টিমুখ

রণবীর ও দীপিকা একে অপরকে দীপাবলির মিষ্টি খাওয়াচ্ছেন।

মুজিব উর রহমান (কিংস ইলেভেন পঞ্জাব)

মুজিব উর রহমান (কিংস ইলেভেন পঞ্জাব)

আরেক আফগান স্পিনারের স্বপ্নের অভিষেক হয়েছিল গতবারের আইপিএল-এ। ১১ ম্য়াচে ওবার প্রতি ৭-এর কম রান দিয়ে তিনি ১৪ উইকেট নিয়েছিলেন। তাঁর হাতে দুর্দান্ত গুগলি রয়েছে। অধিনায়ক আর অশ্বিনের সঙ্গে অফস্পিন জোড়া ফলা এইবার আরও ধারালো হয়ে উঠতে পারে।

বাজি পোড়ানো

বাজি পোড়ানো

তাস, রঙ্গোলির পাশাপাশি দীপাবলী উপলক্ষে বাজি ফাটানোটাই বা বাদ যায় কেন। তাই বাজি ফাটাতে ব্যস্ত রণবীর দীপিকা।

বরুণ চক্রবর্তী (কিংস ইলেভেন পঞ্জাব)

বরুণ চক্রবর্তী (কিংস ইলেভেন পঞ্জাব)

আইপিএল নিলামে ২০ লক্ষ বেস-প্রাইস থাকা বরুণ চক্রবর্তী দর পেয়েছিলেন ৮.৪ কোটি। কাজেই আসন্ন আইপিএল তাঁর উপরেই থাকবে স্পটলাইট। তার ঝুলিতে অন্তত ৬ রকম বৈচিত্রের ডেলিভারি আছে - অফব্রেক, লেগব্রেক, ফ্লিপার, টপ স্পিন, ক্যারাম বল ও গুগলি। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে তিনি ১০ ম্য়াচে ওভার প্রতি মাত্র ৪.৭ রান দিয়ে ৯ উইকেট নিয়েছেন। আইপিএল-এ একেবারে নতুন বরুণকে খেলতে কিন্তু সমস্যায় পড়তে পারেন ব্য়াটসম্য়ানরা।

নাচ

নাচ

মটরগষ্ঠী গানের সঙ্গে নাচ করে ছবির প্রচারে ব্যস্ত রণবীর-দীপিকা।

ওয়াশিংটন সুন্দর

ওয়াশিংটন সুন্দর

আরসিবি দলে চাহালের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসেবে খেলবেন ওয়াসিংটন সুন্দর। ১৯ বছরের এই ডানহাতি স্পিনারকে ভারেতর স্পিন ভবিষ্যত হিসেবে ধরা হয়। ২০১৭ সালে আইপিএল-এ ১১ ম্য়াচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ওভার প্রতি রান দেন ৬.১৬। কিন্তু গত বছর প্রচুর রান দিয়ে ৭ ম্য়াচে মাত্র ৪ উইকেট পাওয়ার পর প্রথম একাদশের বাইরে চলে গিয়েছিলেন। এই বছর সেই ব্যর্থতা ঝেড়ে ফেলতে চান তিনি।

ছবির পোজ

ছবির পোজ

ছবির পোজ দিচ্ছেন রণবীর ও দীপিকা।

তামাশা

তামাশা

আগামী ২৭ নভেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে ছবিটি।আর তার আগে ছবির প্রচারে কোনও সুযোগ ছাড়তে চাইছেন না ছবির জনপ্রিয় এই অভিনেতা-অভিনেত্রী।

English summary
Let's take a look at five spinners who can rock IPL 2019. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X