For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল ২০১৯, কীভাবে দেখা যাবে, সরকারি নিষেধ উড়িয়ে কোন পথে পাকিস্তান

পাকিস্তান সরকার সেই দেশে আইপিএল ২০১৯-এর সম্প্রচার নিষিদ্ধ করেছে। পাক ক্রিকেটের ভক্তরা এখন এই টি২০ লিগের খেলা দেখতে সোশ্যাল মিডিয়ায় বিকল্পের সন্ধান করছেন।

Google Oneindia Bengali News

শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে দ্বাদশ আইপিএল। প্রথম ম্যাচ সেরকম না জমলেও গোটা ক্রিকেট-বিশ্বই চোখ রেখেছিল ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টি২০ লিগের খেলায়। শুধু দেখতে পায়নি পাকিস্তান। কারণ পাক সরকার সেই দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে। কিন্তু পাক ক্রিকেট ভক্তরা এই নিষেধ মানতে চাইছেন না। খেলা দেখার বিকল্প হাতড়াচ্ছেন তাঁরা।

কীভাবে দেখা যাবে আইপিএল, বিকল্প খুঁজছে পাকিস্তান

এর আগে পুলওয়ামার হামলার পরে ভারতে পাকিস্তানের টি২০ লিগ সম্প্রচার বন্ধ করেছিল ডি-স্পোর্টস। তার পাল্টা হিসেবেই আইপিএল দেখানো হবে না পাকিস্তানে। অবশ্য রাজনৈতিক উত্তেজনার আঁচ বাড়ার পর থেকেই পাকিস্তানে টেলিভিশনে ভারতীয় অনুষ্ঠান, সিনেমা হলে ভারতীয় সিনেমা দেখানো বন্ধ করা হয়েছে। তার আওতায় কোপ পড়েছে আইপিএল-এও।

২০০৮ সাল থেকে আইপিএল-এ পাকিস্তানি ক্রিকেটারদের খেলতে দেওয়া হয় না। কিন্তু তারপরেও সারাল বিশ্বের মতো পাকিস্তানেও আইপিএল অত্যন্ত জনপ্রিয়। এতদিন সাধারণত কোনও বেসরকারি পাকিস্তানি চ্যানেল বা ভারতীয় চ্যানেলই আইপিএল সম্প্রচার করত পাকিস্তানে। কিন্তু এবার তা না হওয়ায় আইপিএল-এর পাক ভক্তরা পড়েছেন মহা সমস্য়ায়।

সরকারি নিষেধাজ্ঞা তাঁরা মন থেকে মেনে নিতে পারছেন না। আইপিএল দেখার জন্য তাই পাকিস্তানে, আপাতত সোশ্যাল মিডিয়া ও বেআইনি অনলাইন স্ট্রিমিং সাইটগুলিতে আইপিএল দেখার বিকল্পের খোঁজ পড়েছে।

English summary
Pakistan government banned the telecast of IPL 2019 in the country. Pak cricket fans are now exploring options on social media to watch T20 league. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X