For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেসবুকে সবচেয়ে বেশি 'লাইক', সবার আগে কেকেআর

হতে পারে আইপিএলের পয়েন্ট তালিকায় পঞ্চম। পরপর তিন ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকেছে কলকাতা নাইট রাইডার্সের।

  • |
Google Oneindia Bengali News

হতে পারে আইপিএলের পয়েন্ট তালিকায় পঞ্চম। পরপর তিন ম্যাচ হেরে দেওয়ালে পিঠ ঠেকেছে কলকাতা নাইট রাইডার্সের। তবু জনপ্রিয়তা কী কম পড়িয়াছে, উত্তরে বলতেই হয় 'না'। মাঠে না হলেও কিং খানের দল কিন্তু রীতিমতো ছক্কা হাঁকাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আইপিএলের পয়েন্ট তালিকার এক নম্বরে থাকা চেন্নাই সুপার কিংস, সেকেন্ড বয় দিল্লি ও থার্ড বয় মুম্বইকে হারিয়ে, ফেসবুকে সবচেয়ে বেশি 'লাইক'-র মালিক এখন কলকাতা।

ফেসবুকে সবচেয়ে বেশি লাইক, সবার আগে কেকেআর

ফেসবুকে কেকেআরের প্রাপ্ত লাইকের সংখ্যা যেখানে এক কোটি ষাট লক্ষ, সেখানে তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের সংগৃহীত লাইক, এক কোটি তিরিশ লক্ষ। তৃতীয় হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ফেসবুকে তাদের প্রাপ্ত লাইক এক কোটি বারো লক্ষ। কেকেআরের এই জনপ্রিয়তার পিছনে শাহরুখ ক্যারিশমাই কারণ বলে মনে করছেন নেটিজেনরা।

অন্যদিকে, মাঠের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক তথা স্টাইল আইকন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফেসবুকে তারা পেয়েছে চুরানব্বই লক্ষ লাইক। সাতাশি লক্ষ লাইক নিয়ে আরো নিচে রয়েছে প্রীতি জিন্টার কিংস ইলেভেন পাঞ্জাব। সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটলস এবং রাজস্থান রয়্যালসকে যথাক্রমে ষাট, সাতচল্লিশ ও বিয়াল্লিশ লক্ষ লাইক নিয়েই সন্তুষ্ট হতে হয়েছে।

English summary
IPL 2019 : KKR come first in most 'liked' on facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X