For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল : মুম্বইকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে চায় কেকেআর

শুরুটা দুর্দান্ত হলেও মাঝখানে যেন সব গুলিয়ে গিয়েছিল। ঘরে-বাইরে পরপর ছয় ম্যাচ হেরে প্লে-অফে খেলার স্বপ্ন দেখা তো দূর, আইপিএলে হারে সাতে সাতের রেকর্ড স্পর্শ না করাই ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে সবচেয়

  • |
Google Oneindia Bengali News

শুরুটা দুর্দান্ত হলেও মাঝখানে যেন সব গুলিয়ে গিয়েছিল। ঘরে-বাইরে পরপর ছয় ম্যাচ হেরে প্লে-অফে খেলার স্বপ্ন দেখা তো দূর, আইপিএলে হারে সাতে সাতের রেকর্ড স্পর্শ না করাই ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং।

আইপিএল : মুম্বইকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করতে চায় কেকেআর

সেই কঠিন চ্যালেঞ্জটাই নিয়েছিলেন মেন ইন পার্পেল। ঘুরে দাঁড়ানোই শুধু নয়, পরপর দুই ম্যাচ জেতার সুবাদে কেকেআরের সামনে প্রায় খুলেও গিয়েছে আইপিএলের প্লে-অফে খেলার রাস্তা। তবে তার টিকিট পেতে দীনেশ কার্তিকদের জিততেই হবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁদের শেষ লিগের ম্যাচ। তা না হলে জটিল সমীকরণের ফ্যাসাদে পড়তে হতে পারে কিং খানের দলকে।

ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শুরু হওয়া কেকেআরের ব্যাটিং শো অব্যাহত ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মোহালির ম্যাচেও। একই ভাবে এই ম্যাচেও আন্দ্রে রাসেল, শুভমন গিল, ক্রিস লিন, দীনেশ কার্তিকদের ব্যাট কথা বলবে বলেই আশা নাইট ফ্যানদের। অন্যদিকে স্লগ-ওভারে বোলারদের হতাশাজনক পারফর্ম্যান্স নিয়ে চিন্তায় থাকা কেকেআর টিম ম্যানেজমেন্ট এই ম্যাচে কোনো ভুল-ত্রুটি মেনে নেবে না বলে খেলোয়াড়দের সাফ জানিয়ে দিয়েছে।

ওদিকে প্লে-অফে স্থান পাকা করলেও ইডেনে কেকেআরের কাছে হার এখনও ভোলেনি রোহিত শর্মার ব্লু ইলেভেন। সেই ম্যাচে বিধ্বংসী মেজাজে থাকা রাসেল, গিল, লিনদের নিয়ে বাড়তি হোম-ওয়ার্ক তো বটেই, খেলার সব বিভাগেই কলকাতাকে টেক্কা দিয়ে প্লে-অফে খেলতে চায় মুম্বই। দলের খেলোয়াড়দের শারীরিক ভাষাতে সেই মরিয়া ভাব স্পষ্ট।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স : ক্রিস লিন, শুভমন গিল, আন্দ্রে রাসেল, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), নীতীশ রানা, রিঙ্কু সিং, সুনীল নারিন, পীয়ূষ চাওলা/কুলদীপ যাদব, হ্যারি গার্নি, সন্দীপ ওয়ারিয়ার।

মুম্বই ইন্ডিয়ান্স : রোহিত শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ড, হার্দিক পাণ্ডিয়া, ক্রুণাল পাণ্ডিয়া, ইশান কিষাণ, বেউরান হেন্ড্রিক্স, রাহুল ছাহার, জসপ্রীত বুমরা, লাসিথ মালিঙ্গা।

English summary
IPL 2019 : KKR wants victory against MI to secure spot in super four
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X