For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রূপকথার ম্যাচে আরসিবি-র কাছে ১০ রানে হারল কেকেআর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স।

  • |
Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আগের ম্যাচে চিন্নাস্বামীতে আন্দ্রে রাসেলের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ২০৫ রান তাড়া করতে নেমে ১ ওভার বাকী থাকতে কলকাতা জিতে যায়। ব্যাঙ্গালোর এখন টুর্নামেন্টের লাস্ট বয়। প্লে অফে ওঠার কোনও আশা নেই। তাঁদেরকে ঘরের মাঠে ইডেনে হারিয়ে কলকাতা জয়ের সরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার। প্লে অফে উঠতে হলে এই ম্যাচ কলকাতার জেতা অবশ্যই জরুরি।

৫ ওভার শেষে ৩ উইকেট খুইয়ে কলকাতা তুলল ৩৩ রান

একনজরে ম্যাচের সমস্ত আপডেট

Newest First Oldest First
11:47 PM, 19 Apr

শেষ অবধি ১০ রানে ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স।
11:45 PM, 19 Apr

পারল না কলকাতা। ২৫ বলে ৬৬ রান করে আউট আন্দ্রে রাসেল।
11:40 PM, 19 Apr

১৯ তম ওভারে এল ১৯ রান। শেষ ৬ বলে চাই ২৪ রান।
11:39 PM, 19 Apr

২১ বলে ব্যক্তিগত পঞ্চাশ রান করলেন আন্দ্রে রাসেল। শেষ ৭ বলে চাই ৩০ রান।
11:34 PM, 19 Apr

১৮তম ওভার করতে এলেন ডেল স্টেইন। দিলেন ১৬ রান। শেষ ১২ বলে চাই ৪৩ রান।
11:28 PM, 19 Apr

মহম্মদ সিরাজের ওভারে এল ১৫ রান। ১৭ ওভার শেষে কলকাতা ১৫৩/৪। ১৮ বলে চাই ৬১ রান।
11:26 PM, 19 Apr

১৬.৩ ওভারে ১৫০ রানে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। শেষ ২১ বলে চাই ৬৪ রান।
11:19 PM, 19 Apr

১৬ তম ওভারে নভদীপ সাইনির বলে এল ১৭ রান। কলকাতা ১৩৮/৪। শেষ ২৪ বলে চাই ৭৬ রান।
11:16 PM, 19 Apr

সাইনিকে ছক্কা হাঁকিয়ে ৩৩ বলে অর্ধশতরান পূর্ণ করলেন নীতীশ রানা।
11:13 PM, 19 Apr

চাহালের শেষ তিন বলে পরপর ছক্কা হাঁকালেন আন্দ্রে রাসেল। কলকাতা ১৫ ওভার শেষে তুলল ৪ উইকেটে ১২১ রান।
11:09 PM, 19 Apr

শেষ হল ১৪ ওভার। কলকাতা ১০১/৪। শেষ ৩৬ বলে চাই ১১৩ রান।
11:07 PM, 19 Apr

১৩.৪ ওভারে কলকাতা দলগত ১০০ রানে পৌঁছল। রাসেল ১২ ও রানা ৩৯ রানে ক্রিজে রয়েছেন।
11:03 PM, 19 Apr

১৩ তম ওভারে উঠল ১৩ রান। কলকাতা ৯৪/৪। নীতীশ রানা ৩৮ ও রাসেল ৭ রানে ক্রিজে রয়েছেন।
10:59 PM, 19 Apr

১২ ওভার শেষে কলকাতা ৮১/৪। ক্রিজে এলেন আন্দ্রে রাসেল।
10:56 PM, 19 Apr

বড় স্ট্রাইক নিতে পারছেন না রবীন উথাপ্পা। শেষ অবধি ২০ বলে ৯ রান করে আউট হলেন মার্কাস স্টইনিসের বলে। কলকাতা ৭৮ রানের মাথায় ৪ উইকেট হারাল।
10:50 PM, 19 Apr

একাদশতম ওভার করলেন যুজবেন্দ্র চাহাল। কলকাতা নিল ১২ রান। ১১ ওভার শেষে উঠল ৭২ রান ৩ উইকেটের বিনিময়ে।
10:46 PM, 19 Apr

১০ ওভার শেষে উঠল ৬০/৩। মহম্মদ সিরাজের ওভারে এল ১৪ রান।
10:44 PM, 19 Apr

৯.১ ওভারে দলগত পঞ্চাশ রান পেরোল কলকাতা নাইট রাইডার্স।
10:39 PM, 19 Apr

নবম ওভার শেষে কলকাতা তুলল মাত্র ৪৬ রান। বীন উথাপ্পা ১১ বলে ৩ রানে ও নীতীশ রানা ১৪ বলে ১১ রানে ক্রিজে রয়েছেন।
10:37 PM, 19 Apr

৮ ওভার শেষে উঠল ৪৪ রান। হারের দিকে এগিয়ে যাচ্ছে কলকাতা। দুই ফর্মহীন ব্যাটসম্যান ক্রিজে রয়েছেন। নীতীশ রানা ও রবীন উথাপ্পা বল হাতড়ে চলেছেন।
10:29 PM, 19 Apr

৭ ওভার শেষে উঠল মাত্র ৩৯ রান। মার্কাস স্টইনিস দিলেন মাত্র ২ রান। শেষ ১৩ ওভারে কলকাতার চাই ১৭৫ রান। প্রতি ওভারে করতে হবে ১৩.৪৬ রান করে।
10:24 PM, 19 Apr

ষষ্ঠ ওভারের শেষ বলে এল ৪ রান। কলকাতা ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে।
10:19 PM, 19 Apr

পঞ্চম ওভারের শেষ বলে স্টেইনের ওভারে কোহলির কাছে ক্যাচ দিয়ে ফিরলেন শুভমান গিল। ৫ ওভার শেষে কেকেআর ৩৩ রানে ৩ উইকেট হারাল।
10:15 PM, 19 Apr

৪ ওভার শেষ হল। কেকেআর তুলল ২ উইকেটে ২৫ রান। ক্রিজে শুভমান গিল ও রবীন উথাপ্পা।
10:13 PM, 19 Apr

নভদীপ সাইনির বলে ১৮ রানে আউট সুনীল নারিন। ২৪ রানে কলকাতা খোয়াল দ্বিতীয় উইকেট।
10:08 PM, 19 Apr

তৃতীয় ওভার করলেন ডেল স্টেইন। সুনীল নারিন নিলেন ১২ রান। কলকাতা ২৩/১।
10:05 PM, 19 Apr

দ্বিতীয় ওভার করলেন সাইনি। কলকাতা ১১/২। নতুন ব্যাটসম্যান শুভমান গিল।
9:59 PM, 19 Apr

প্রথম ওভার করলেন ডেল স্টেইন। শেষ বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ক্রিস লিন। কলকাতা ৬ রানে প্রথম উইকেট খোয়াল।
9:58 PM, 19 Apr

ব্যাট করতে নামল কেকেআর। ওপেনিংয়ে ক্রিস লিন ও সুনীল নারিন।
9:41 PM, 19 Apr

৫৭ বলে অনবদ্য শতরান করলেন বিরাট কোহলি। শেষ অবধি কলকাতার বিরুদ্ধে আরসিবি ৪ উইকেট হারিয়ে তুলল ২১৩ রান।
READ MORE

English summary
IPL 2019 : Kolkata Knight Riders to take on Royal Challengers Bangalore at Eden Gardens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X