For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল-২০১৯, কেউ পোড় খাওয়া তো কেউ সম্ভাবনাময় - এবারের আট অধিনায়ক

এই বছর আইপিএল-এ কিছু দলের নেতৃত্বে রয়েছেন কয়েকজন তরুণ সম্ভাবনা এবং কিছু দলের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ অধিনায়করা। দেখে নেওয়া যাক আসন্ন আইপিএল ২০১৯-এর সব অধিনায়কদের।

Google Oneindia Bengali News

বরাবরই আইপিএল-এ অধিনায়কেরা বড় ভূমিকা নিয়েছেন। চেন্নাই সুপার কিংস দলকে ক্ষুরধার করে তুলেছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব। আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো আন্তর্জাতিক ক্রিকেটের সফল নেতা কিন্তু আইপিএল গ্রহে সাফল্য পাননি। আবার শেন ওয়ার্ন বা গৌতম গম্বীরের মতো আন্তর্জাতিক ক্রিকেটে কখনও নেতৃত্ব না দেওয়া ক্রিকেটাররাও আইপিএল-এ ক্যাপ্টেন হিসেবে দারুণ সফল।

২৩ মার্চ থেকে আইপিএল ২০১৯ শুরু হচ্ছে। তার আগে এখন প্রতিটি দলই শেষ মুহূর্তের ঘসামাজায় ব্যস্ত। এবারে কয়েকটি আটটি দলের মধ্য়ে কয়েকটির নেতৃত্বে আছেন সম্বাবনাময় কয়েকজন ক্রিকেটার, আবার কয়েকটি দলের দায়িত্বে আছেন পোড় খাওয়া কিছু অধিনায়ক। এক নজরে দেখে নেওয়া যাক এবারের আট অধিনায়ককে।

মহেন্দ্র সিং ধোনি (সিএসকে)

মহেন্দ্র সিং ধোনি (সিএসকে)

গত বছর দুই বছরের নির্বাসন কাটিয়ে সিএসকে আইপিএল-এ ফিরতেই তাদের চ্যাম্পিয়ন করেছিলেন ক্যাপ্টেন কুল। এবার দলের জন্য এবং বিশ্বকাপের ব্যক্তিগত প্রস্তুতির লক্ষ্য়েই তিনি ব্যাট হাতে বাল কিছু করে দেখাতে চাইবেন।

বিরাট কোহলি (আরসিবি)

বিরাট কোহলি (আরসিবি)

ভারতীয় দলের জন্য যতটা সফল অঝিনায়ক বিরাট, আরসিবির জন্য ততটা নন। ২০১৬-তে দলকে ফাইনালে তুললেও ট্রফি দিতে পারেননি। টুর্নামেন্ট শুরুর আগে তিনি বলেছেন কিথছু ভুল সিদ্ধান্তই তার দন্য দায়ী।

রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স)

রোহিত শর্মা (মুম্বই ইন্ডিয়ান্স)

ধোনি ছাড়া আইপিএল-এ একমাত্র রোহিতই তিনবার ট্রফি জিতেছেন - ২০১৩, ২০১৫, ২০১৭। রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে স্বাভাবিক ফর্মে ছিলেন না। বিশ্বকাপের আগে আইপিএলটা স্মরণীয় রেখে প্রস্তুতি সাড়তে চাইবেন।

দীনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স)

দীনেশ কার্তিক (কলকাতা নাইট রাইডার্স)

২০১২ ও ২০১৪ সালে গৌতম গম্ভীর কেকেআরকে ট্রফি দেওয়ার পর, গত বছর এই উইকেটরক্ষক-ব্য়াটসম্যানের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছিল কেকেআর। দুর্বল দল নিয়েও তিনি দলকে প্রথম তিনে তুলেছিলেন। এবার কেকেআর-কেকাপ জেতানোর পাশাপাশি বিশ্বকাপের আগে নিজের কদর বোঝাতেও সচেষ্ট থাকবেন তিনি।

শ্রেয়স আইয়ার (দিল্লি ক্যাপিটালস)

শ্রেয়স আইয়ার (দিল্লি ক্যাপিটালস)

গত আইপিএল-এ প্রথম ৫ ম্যাচের পর ব্য়াটে খারাপ ফর্মের জন্য দিল্লির দলের প্রথম একাদশ থেকে নিজেকে সরিয়ে নেন গৌতম গম্ভীর। বাকি টুর্নামেন্টে পরিবর্ত অধিনায়ক হিসেবে খারাপ করেননি শ্রেয়স আইয়ার। এই বছর পুরোপুরি দায়িত্বে তিনি। দলকে প্রথমবার ট্রফি জেতানোর পাশাপাশি ভারতের ফাঁকা থাকা 'নাম্বার ফোর' জায়গার দিকে চোখ থাকবে আইয়ারের।

আজিঙ্কা রাহানে (রাজস্থান রয়্যালস)

আজিঙ্কা রাহানে (রাজস্থান রয়্যালস)

স্টিভ স্মিথ নির্বাসনে থাকায় গত বছর রয়্যালস-এর নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন আজিঙ্কা। ভারতে টেস্ট সহঅধিনায়ক দলকে প্লেঅফ অবধি নিয়ে যান। এই বছর স্মিথের পরামর্শ পাবেন তিনি। ভারতের বিশ্বকাপের দলে ঢোকার দাবি জোরালো করার বিষয়টাও তাকবে তাঁর মাথায়।

কেইন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ)

কেইন উইলিয়ামসন (সানরাইজার্স হায়দরাবাদ)

রাহানের মতো কিউই অধিনায়ক গত বছর নির্বাসিত ডেবিড ওয়ার্নারের বদলে দলের দায়িত্ব নিয়েছিলেন। সানরাইজার্সকে তিনি একেবারে চুড়ান্ত মোকাবিলা অবধি নিয়ে গেলেও, ধোনির বিরুদ্ধে পরাস্ত হন। ব্য়াটেও কিন্তু মরসুটা ভাল গিয়েছিল তাঁর।

রবিচন্দ্রন অশ্বিন (কিংস ইলেভেন পঞ্জাব)

রবিচন্দ্রন অশ্বিন (কিংস ইলেভেন পঞ্জাব)

গত মরসুমে পঞ্জাবের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হন ভারতের এই অফ স্পিনার। শুরুটা ভাল করেও টুর্নামেন্টের মাঝামাঝি ছন্দ হারিয়েছিল তাঁর দল। তারপরেও তাঁর উপরই আস্থা রাখা হয়েছে। দীর্ঘদিন তিনি ভারতে সীমিত ওভারের দলের বাইরে রয়েছেন। এই আইপিএল-এ নেতা ও বোলার অশ্বিন কি জবাব দেবেন?

English summary
In this years IPL Some of the teams will be led by young prospects while some by accomplished captains. Let's take a look at all the skippers of IPL 2019.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X