For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ উইকেটে জয় কলকাতার, ১৩ বলে ৪৮ রান করে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স নামছে চিন্নাস্বামীর মাঠে।

  • |
Google Oneindia Bengali News

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স নামছে চিন্নাস্বামীর মাঠে। কেকেআর এই টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দল। প্রথম দুটি ম্যাচে জেতার পর শেষ ম্যাচে দিল্লির বিরুদ্ধে সুপার ওভারে হারতে হয়েছে। এদিন জয়ে ফিরতে মরিয়া দীনেশ কার্তিকের দল। ওদিকে চার ম্যাচ ফেলে সব ম্যাচ হারা ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত টুর্নামেন্টের লাস্ট বয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচ জিততে মরিয়া বিরাট কোহলির দল। ঘরের মাঠে চিন্নাস্বামীতে পারবেন কি কোহলি, এবিডিরা জয় দিয়ে শুরু করতে?

৫ উইকেটে জয় কলকাতার, ১৩ বলে ৪৮ রান করে ম্যাচ জেতালেন আন্দ্রে রাসেল

একনজরে ম্যাচের সমস্ত আপডেট

Newest First Oldest First
11:42 PM, 5 Apr

৫ বল বাকী থাকতে ৫ উইকেটে জয় পেলে কলকাতা নাইট রাইডার্স।
11:41 PM, 5 Apr

টিম সাউদির ১৯তম ওভারে ২৯ রান নিলেন আন্দ্রা রাসেল। ৬ বলে জিততে কলকাতার চাই আর ১ রান।
11:40 PM, 5 Apr

এই ওভারে উঠল ২৩ রান।
11:40 PM, 5 Apr

১৮ ওভার শেষে কলকাতা ১৭৬ রানে ৫ উইকেট।
11:27 PM, 5 Apr

১৭তম ওভারের শেষ বলে আউট দীনেশ কার্তিক। করলেন ১৯ রান। শেষ তিন ওভারে কলকাতার চাই ৫৩ রান।
11:19 PM, 5 Apr

চাহালের এই ওভারেও উঠল ৬ রান। ৪ ওভারে তিনি দিলেন মাত্র ২৪ রান। নিয়েছেন ১ উইকেট। শেষ ২৪ বলে কলকাতার চাই ৬৬ রান।
11:17 PM, 5 Apr

চাহালের বলে ২৩ বলে ৩৭ রান করে ফিরলেন নীতীশ রানা। কেকেআর ১৫.৪ ওভারে ১৩৯/৪।
11:12 PM, 5 Apr

১৫তম ওভারে উঠল ১৪ রান। শেষ ৩০ বলে চাই ৭২ রান।
11:08 PM, 5 Apr

যুজবেন্দ্র চাহালের ওভারে উঠল মাত্র ৬ রান। ১৪ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্স ১২০ রান তুলল ৩ উইকেটের বিনিময়ে।
11:03 PM, 5 Apr

সাইনির ওভারে উঠল মাত্র ৩ রান। কলকাতা ১৩ ওভার শেষে তুলল ৩ উইকেটের বিনিময়ে ১১৪ রান।
10:56 PM, 5 Apr

১২ ওভার শেষে কলকাতা তুলল ১১১/৩। শেষ ৪৮ বলে চাই ৯৫ রান।
10:55 PM, 5 Apr

১১.৩ ওভারে কলকাতার তৃতীয় উইকেটের পতন। ৪৩ রান করে পবন নেগির বলে আউট ক্রিস লিন।
10:52 PM, 5 Apr

১১তম ওভারে উঠল ১৩ রান। কেকেআর ১০৭/২।
10:47 PM, 5 Apr

১০.৪ ওভারের মাথায় ছক্কা হাঁকিয়ে দলকে একশো রান পার করালেন নীতীশ রানা।
10:45 PM, 5 Apr

১০ ওভার শেষে উঠল ৯৪/২। শেষ ৬০ বলে চাই ১১২ রান।
10:42 PM, 5 Apr

পবন নেগির বলে ৩৩ রানে ফিরলেন উথাপ্পা। কেকেআর ৯৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল।
10:38 PM, 5 Apr

মহম্মদ সিরাজের ১ ওভারে উঠল ১৯ রান। কলকাতা ৯ ওভার শেষে ৯২/১।
10:35 PM, 5 Apr

অষ্টম ওভার শেষে উঠল ৭৩ রান ১ উইকেটের বিনিময়ে।
10:29 PM, 5 Apr

৭ ওভার শেষে উঠল ৬৮ রান। আর ১৩ ওভারে চাই ১৩৮ রান।
10:27 PM, 5 Apr

৬ ওভার শেষে কলকাতার রান ৫৯/১। ক্রিজে রয়েছেন ক্রিস লিন ও রবীন উথাপ্পা।
10:18 PM, 5 Apr

পঞ্চম ওভারে উঠল ১৩ রান। ৫ ওভার শেষে ৫১ রানে পৌঁছে গেল কেকেআর।
10:14 PM, 5 Apr

৪ ওভার শেষে কলকাতার রান ৩৮/১। ক্রিস লিন ১৪ ও উথাপ্পা ৭ রানে অপরাজিত।
10:09 PM, 5 Apr

অনবদ্য ওভার করলেন টিম সাউদি। দিলেন মাত্র ৩ রান। ৩ ওভার শেষে কলকাতা ৩১/১।
10:04 PM, 5 Apr

নামলেন রবীন উথাপ্পা। শেষ হল দ্বিতীয় ওভার। কলকাতা ২৮/১।
10:02 PM, 5 Apr

সাইনির বলে ১০ রানে ফিরলেন সুনীল নারিন। ১.৫ ওভার শেষে কেকেআর ২৮/১।
9:55 PM, 5 Apr

রান তাড়া করতে নামল কলকাতা। ওপেন করছেন ক্রিস লিন ও সুনীল নারিন। ১ ওভার শেষে কলকাতার রান বিনা উইকেটে ১৭।
9:32 PM, 5 Apr

২০ ওভার শেষে আরসিবি করল ২০৫/৩। শেষদিকে ১৩ বলে অপরাজিত ২৮ রান করলেন মার্কাস স্টইনিস।
9:32 PM, 5 Apr

১৯.৫ ওভারে ২০০ রান পূর্ণ করল আরসিবি।
9:27 PM, 5 Apr

১৯তম ওভারে পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের রান ১৮৭/৩।
9:25 PM, 5 Apr

অনবদ্য ওভার করলেন সুনীল নারিন। ৩২ বলে ৬৩ রান করে আউচট হলেন এবিডি। ১৮.৫ ওভারে আরসিবি ১৮৫/৩।
READ MORE

English summary
IPL 2019 match 17 : Get KKR vs RCB match live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X